পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা উপ। বরুণ কাক ! বাপ বেটায় যদি ব্রান্ধ হয়, তাহা হইলেও কি ভাই ব'লে ভাবে ? এখান হইতে র্তাহারা কিছু দূরে যাইয়া কেশব বাবুর লিলিকটেজ দেখিলেন । ব্ৰহ্মা । লিলিকটেজ কি ? বরুণ। পদ্মকুটার । এই পদ্মকুটীরে অনেক ব্রাহ্ম ও ব্রান্ধিকার বাস করেন । এখান হইতে কিছু দূরে যাইলে পিতামহ কহিলেন, “বরুণ ও দিকে দেখা যাইতেছে ও বাড়ীটি কাহার ? বরুণ । মহারাণী স্বর্ণময়ীর বাগান বাট । ব্ৰহ্মা । কোন স্বর্ণময়ী, সেই মস্ত দানশীল রাণী ? এ বাড়ীতে র্তাহার কি হয় ? বাড়ীটিও বৃহৎ ! বরুণ, বাটীর ভিতর কি আছে ? বরুণ । ভিতরে ঐ যে বড় বাড়ীটি দেখা যাইতেছে, উহাতে রাণী যখন কলিকাতায় ছিলেন, বাস করিতেন। বাগান বাটীর মধ্যে বৃহৎ বৃহৎ চারিট পুষ্করিণী আছে এবং নানাপ্রকার ফুলের গাছ আছে। ব্ৰহ্মা। রাণীর এ বাড়ীতে কি হয় ? বরুণ। ইহার মধ্যে র্তাহার কাছারি হয়। অনেক দরিদ্র বালককে রাণী আহারাদি ও বিদ্যালয়ের বেতন দিয়া লেখা পড়া শেখান । ইন্দ্র । রাণীর দেব দেবীতে ভক্তি কেমন ? বরুণ। খুব, বিশেষ নারায়ণের প্রতি । তিনি নারায়ণকে লক্ষ্মীনারায়ণ মূৰ্ত্তিতে স্থাপন করিয়া সেবা করিতেছেন এবং রাধাগোবিন্দজী রূপে স্থাপন করিয়া মনের মত ভোগ খাওয়াইতেছেন । আবার গঙ্গারধারে নিজ স্ত্রীধন স্বারায় বহুমূল্য ও স্বদ্বগু হৰ্ঘ্য প্রস্তুত করিয়া শালগ্রাম মূৰ্ত্তি স্থাপন করিয়াছেন। এখানে অষ্টপ্রহর নহবৎ ও কাসর ঘণ্টা বাজে এবং অকাতরে অতিথি সেবা হয় । দেবরাজ ব’লবো কি ? রাণীর জন্য মুরশিদাবাদে দীন দুঃখী নাই। ব্ৰহ্মা। হবে না ? রাণী যে কলির অন্নপূর্ণ। আহা! বরুণ, রাণীর কতকগুলো মোটামোট দানের কথা বল । বরুণ। এই রাণী ১৮৭৯ সালে মৃত রমানাথ কবিরাজের ঋণ পরিশোধার্থ ফণ্ডে • • • টাকা, ব্রিটিশ এসোসিয়েসনদের বার্ষিক চাদ। & •• টাকা, কলিকাতার স্কুল বালকদিগের থাকিবার জন্ত যে হিন্দু হোটেল প্রস্তুত হয়, لامياه وي