পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন তাহার সাহায্যাৰ্থ চারি হাজার টাকা, রাজকুমারী আলিসের স্মরণ চিহ্ন নিৰ্ম্মাণ জন্য দুই হাজার টাকা এবং ডাক্তার টি. ই. চার্লস, এম, ডি ফণ্ডে রোগীদিগের ফ্লোর করিবার জন্য দুই হাজার টাকা এককালীন দান করেন। ইনি ১৮৮৪ সালে আইরিস ফ্যামিন রিলিফ, ফণ্ডে দশ হাজার টাকা, পেট্রিয়টিক ফণ্ডে পীচ হাজার টাকা দান করেন। ১৮৮১ সালে আমেরিকান ফ্যামিন রিলিফ ফওে হাজার টাকা, সেন্ট জেমস স্কুল বাড়ী নিৰ্ম্মাণার্থ পাঁচ শত টাকা, সংস্কৃত কলেজের চারি শাস্ত্রে যে চারি জন বালক সৰ্ব্বোৎকৃষ্ট হইবে, তাহাদিগকে বৃত্তি দিবার জন্য আট হাজার পঞ্চাশ টাকা গবর্ণমেণ্টে জমা দেন, জেনারেল এসেম্রি নামক কলেজের যে বালক সব্বের্ণকৃষ্ট হইবে, তাহাকে এক বৎসরের জন্য মাসিক পঞ্চাশ টাকা হিসাবে ছয়শত টাকা দান করেন । ১৮৮২ সালে রেভারেও লাফোড সাহেবের ভগ্নীকে পাঁচ শত টাকা, মেক্ষমুলারের সম্বন্ধে হেয়ার যে লেকচার দেন, তাহ ভিন্ন ভিন্ন ভাষায় অনুবাদ করিবার জন্য বি, এম, মালাবারিকে হাজার টাকা, ইডেন মেমেরিয়েল ফণ্ডে পাঁচ শত টাকা, ইণ্ডিয়ান এসোসিয়েসনের বাড়ী নিৰ্ম্মাণফণ্ডে দুই হাজার টাকা, দেশীয় স্ত্রীলোকদিগের উচ্চ শিক্ষার্থে তিন শত টাকা দান করেন । ১৮৮৪ সালে সিমলা রিপণ হাসপাতাল নিৰ্ম্মাণার্থে দুই হাজার টাকা, হাবড়ার টাউনহল বিল্ডিংফণ্ডে হাজার টাকা, বেঙ্গল টেনান্সি বিলফণ্ডে দুই হাজার পাঁচ শত টাকা, হুগলি মিউনিসিপলিটকে পাঁচশত টাকা দান করেন । ১৮৮৪ সালে ইণ্ডিয়ান এসোসিয়েসন ফণ্ডে হাজার টাকা দান করেন । ১৮৮৫ সালে কলিকাতার মেডিকেল কলেজের স্ত্রীলোক ছাত্রীদিগের জন্য যে হোটেল নিৰ্ম্মাণ হয়, তাহার সাহায্যার্থে এককালীন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, টেনান্সি বিলের বিপক্ষে আন্দোলন করিবার জন্ত পাঁচ শত টাকা, মাহাত্মা লালমোহন ঘোষের নিৰ্ব্বাচন ক্ষ৪ে হাজার টাকা, কাউন্টেল ভফরিণ ফণ্ডের সাহায্যাৰ্থ আট হাজার টাকা, কুষ্ঠ রোগীদিগের গৃহে রুগ্ন হিন্দু রমণীদিগের গৃহ নিৰ্মাণ জন্য আট হাজার টাকা, ১৮৮৬ সালে যে লওন একজিবিসন হয়, তাহাতে হিন্দু স্ত্রীলোকদিগের জাবরণ রক্ষা জন্ত তিন হাজার টাকা, রোভার স্কুলের সাহাষার্থে পাচ শত টাকা, কেশব একাডেমীতে পাঁচ শত টাকা, লণ্ড ইউলিক ব্রাউনের মেমোরিয়েল ফণ্ডে পাঁচ শত টাকা, দান করেন। ১৮৮৭ সালে কলিকাতা মেডিকেল ইনষ্টিটিউসনের সাহায্যার্থে পাঁচ শত টাকা, কাউন্টেল ডফরিণ ফণ্ডের সাহাৰ্যার্থে পুনরায় সাত শত সত্তর টাকা,

  • • {}