পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা লগুনের ইম্পিরিএল জুবিলি ইনষ্টটউসন উপলক্ষ্যে পাঁচ হাজার টাকা, বালী রিপণ হলের সাহায্যার্থে হাজার টাকা দান করেন। ১৮৮৮ সালে কেশব একাডেমির সাহায"ার্থে পাচ শত টাকা, ভক্ষরিণ মেমোরিয়েল ফণ্ডে তিন হাজার টাকা, দাৰ্জিলিং স্বাস্থানিবাস নিৰ্ম্মাণ জন্য আট হাজার টাকা দান করেন। এতদ্ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দানে এক লক্ষ পঞ্চশ হাজার টাকা দিয়াছেন । এবং দেবগণের মর্ত্যে আগমনের সাহায্যার্থে একশত টাকা দান করিয়াছেন । উপ। ওমা ! দেবগণের বেলায় এত কম ? 嶽 ইন্দ্র । তুই থাম—ভাল পিতামহ । এমন ধৰ্ম্মশীল রাণী পত্তিপুত্রবিহীন৷ কেন ? ব্ৰহ্ম । ভাই, ওসব জঞ্জাল থাকৃলে কি রাণীর ধৰ্ম্মকৰ্ম্মে এরূপ মতি থাকিত, ন ভবিষ্যতের জন্য অক্ষয় পুণ্য সঞ্চিত হইত ? এখান হইতে একটা গলির মধ্য দিয়া সকলে লং সাহেবের গির্জার নিকট আসিয়া উপস্থিত হইলেন বরুণ কহিলেন, “এইট লং সাহেবের গির্জ।। ইনি একজন বঙ্গবন্ধু ছিলেন । নীলদর্পন নাটক প্রচার হইলে ইনি নীলকরগণ কিরূপ প্রজাপীড়ন করে তাহ রাজপুরুষদিগের গোচর করাইবার অভিপ্রায়ে উক্ত পুস্তক ইংরাজীতে অনুবাদ করিয়া প্রচার করেন । ইহাতে ইংলিসমান সম্পাদক আপনাদিগের খ্যাতিলেপিকর পুস্তক মুদ্রিত করিয়াছে বলিয়া মুদ্রণকরের বিরুদ্ধে কলিকাতা স্বপ্রীমকোর্টে অভিযোগ করেন। ইহাতে ১৮৬১ অম্বের জুলাই মাসে মহাত্মা লং সাহেবের এক মাস কারাবাস এবং হাজার টাকল অর্থদণ্ড হয় । ঐ টাকা ৫/কালীপ্রসন্ন সিংহ মহাশয় তৎক্ষণাৎ দিয়াছিলেন, লং সাহেবকে দিতে হয় নাই। লং সাহেবের কারাবাস হইলে বাঙ্গালীমাত্রেই দুঃখিত হইয়াছিলেন।” - “দেবরাজ ! ও দিকে দেখ মিউনিসিপাল হাসপাতাল । কলিকাতায় ষত পাহারাওয়ালা আছে এবং মিউনিসিপালিটির সামান্য সামান্ত কৰ্ম্মচারী আছে, পীড়িত হইলে এই স্থানে চিকিৎসা করা হয় ।” এখীন হইতে কিছুদূর বাইলে নারায়ণ কহিলেন, “বরুণ । ওদিকের ওটা কি ?” . বরুণ । উহার নাম পপার এসাইলম বা আম্হাউস। এই স্থানে গরীব দুঃখী । সাহেব—যাহাদিগের ভরণ পোষণের কোন উপায় নাই—নাম লেখাইয়া বাস করে। গবৰ্ণমেন্ট তাহাদিগকে আহার দিয়া নানাপ্রকার কাজকৰ্ম্ম করাইরা | at