পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা আন্দোলন করিতে থাকেন। ইনি ইংরাজ বণিকৃদিগকে সন্তুষ্ট করিয়া শেষে অংশীদার হন এবং নিজ নামে কুঠি করেন। ১২৫২ সালে ইনি বণিক-সভার সভ্য হইয়াছিলেন । ইহার দানও যথেষ্ট ছিল । ইনি একবার নির্দিষ্ট পরীক্ষোত্তীর্ণ ছাত্রগণকে হাজার টাকার পারিতোধিক দিয়াছিলেন এবং মার্সমান সাহেবের ভারতবর্ষের ইতিহাস এক শত খণ্ড ক্রয় করিয়া বালকদিগকে বিতরণ করিয়াছিলেন ; ভভিন্ন হিন্দু কলেজে ছাত্রদিগকে বৎসর বৎসর বন্ধ- , সংখ্যক সোণ রূপার পদক দিতেন । ইহাকে কলিকাতার ছোট আদালতের জজের পদ দিবার প্রস্তাব হইলে অস্বীকার করেন । ১২৫৫ সালে ইনি কলিকাতার ডিষ্ট্রিক্ট দাতব্য চিকিৎসালয়ের মেম্বর হইয়াছিলেন । ১২৭৫ সালে ইহার মৃত্যুকালে ইনি তিন লক্ষ টাকার বিষয় রাখিয়া যান, তন্মধ্যে বিশ হাজার টাকা ডিষ্ট্রক্ট দাতব্য চিকিৎসালয়ে এবং চল্লিশ হাজার বিশ্ববিদ্যালয়ে দান করেন । বন্ধুগণের নিকট ইহার যে চল্লিশ হাজার টাকা পাওনা ছিল—তাহ এককালে ছাড়িয়া দেন । ot ব্ৰহ্মা । আহা ! ইনি যথার্থ দাতা ছিলেন। গঙ্গার ধারে গিয়া দেবগণ একটা ঘাটে উপস্থিত হইলে পিতামহ কহিলেন, *এ ঘাটট বড় সুন্দর। এ ঘাট কাহার বরুণ ?” বরুণ। এ ঘাটট প্রসন্নকুমার ঠাকুরের । মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর কর্তৃক মুন্দর করিয়া মেরামত করিয়া দেওয়া হইয়াছে। বরুণ ইহার পর দেবগণকে লইয়া গবর্ণমেণ্ট ডাক্তারখানার নিকট উপস্থিত হইলেন এবং কহিলেন, “পূর্বে এই ডাক্তারখানাটি চাদনিতে ছিল, তখন বেলি সাহেব ইহার ডাক্তার ছিলেন। তৎপরে প্রসন্নকুমার ঠাকুর প্রভৃতির যত্বে চাদ দ্বারা এই বাড়ীটি নিৰ্ম্মাণ করা হইয়াছে।” এখান হইতে দেবতারা পাটের গাটকসা কল দেখিলেন । বরুণ । পিতামহ । কবির গান হ'চ্চে—শুনতে যাবেন ? ব্ৰহ্মা । হানি কি, চল না । বরুণ তৎপ্রবণে দেবগণকে লইয়া বারোইয়ারিতলায় উপস্থিত হইলেন ; দেখেন, লোকের ভিড়ে যাতায়াত করা মুকঠিন । তাহারা অতি কষ্টে ভিতরে প্রবেশ করিয়া দেখেন, অস্ত আর্কফলা-মস্তক ব্রাহ্মণপণ্ডিত শ্রোতার সংখ্যাই বেশী। এই সময় কবিওয়ালার চোলের বাষ্ঠের সহিত তালে তালে নাচিতেছে। দেবতারা উহাদিগের জাহনাদের অঙ্গভঙ্গীর সহিত নৃত্য দেখিয়া হাশু করিতে লাগিলেন ।

  • se?