পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন এই সময় এক ব্যক্তি একখানি ঘেরাটোপ-ঢাকা বৃহৎ খাচা হন্তে চুম্কুড়ী দিতে দিতে দেবগণের নিকট দাড়াইল এবং এ-দিক ও-দিক্‌ চাহিয়া দেখিয়া “পড় বাবা আত্মারাম" বলিয়া চলিয়া যাইল। বরুণ কহিলেন, “ঐ লোকটা জুতাচোর । খালি খাচা আনিয়াছে, এক খাচা জুতা বোঝাই ক’রে নিয়ে যাবে ।” * দেবগণ কবি শুনিয়া অত্যন্ত সন্তুষ্ট হইলেন । যতক্ষণ না ভাঙ্গিল, বাসায় যাইলেন না। পিতামহ কহিলেন, “দেখ বরুণ, যাত্রা ও থিয়েটার দেখা অপেক্ষ কবি আমার বড় ভাল লাগিল। গানগুলি কেমন মুরসাল ও কবিত্বে পরিপূর্ণ।” বরুণ । আজ্ঞে এক সময় এই কবির দলের যথেষ্ট সমাদর ছিল । সেই সময় অনেকগুলি স্বপ্রসিদ্ধ কবিওয়াল জন্মগ্রহণ করেন। ব্ৰহ্ম । তুমি বিখ্যাত কবিওয়ালাদিগের নাম উল্লেখ কর । বরুণ । ঐ কবিওয়ালাদিগের মধ্যে রাম বস্তু একজন বিখ্যাত। ইনি জাতিতে কায়স্থ । কলিকাতার পশ্চিম পারস্থ শালিখায় জন্মগ্রহণ করেন । বাল্যকালে যোড়াস কোস্থ ৮বারাণসী ঘোষের বাটীতে ইনি ই হার পিতার নিকট বাস করেন । ইনি জন্ম কবি ছিলেন । কারণ পাচ বৎসর বয়ঃক্রমকাল হইতেই কবিতা রচনা করিতেন । ভবানী বেণে নামক একজন কবিওয়ালা ইহার নিকট হইতে গান বাধিয়া লইতেন। ইনি যৎসামান্ত ইংরাজী শিক্ষা করিয়া প্রথমে কেরাণীগিরি কৰ্ম্ম করেন, তৎপরে কৰ্ম্ম পরিত্যাগ করিয়া কবির জলে গান বিক্রয় করিয়া অর্থোপার্জন করিতে থাকেন। ভবানী বেণে, নীলুঠাকুর, মোহন সরকার, ঠাকুরদাস সিংহের দলেও ইনি গান দিতেন । পরিশেষে স্বয়ং একট দল করেন । র্তাহার নিজের দল হইলে বাঙ্গালার সর্বত্রই লোকে সমাদরের সহিত ডাকিতে লাগিল । ১২৩৫ সালে ৩২ বৎসর বয়ঃক্রমকালে ইহার মৃত্যু হয়। হকুঠাকুর কলিকাতা সিমলায় ১১৪৬ সালে জন্মগ্রহণ করেন। ইহারা জাতিতে ব্রাহ্মণ বলিয়া ঠাকুর উপাধি হয় । ইনি প্রথমে গান বাধিলে রঘুনাথ দাস সংশোধন করিয়া দিতেন । ৭৭ বৎসর বয়সে ইহার মৃত্যু হয়। মৃত্যানন্দ বৈরাগ্য চন্দননগরে জন্মগ্রহণ করেন। ৬৭ বৎসর বয়ঃক্রমকালে ইহার মৃত্যু হয়। ভবানী বেণে কলিকাতা যোড়াসাকোয় জন্মগ্রহণ করেন এবং ৭ • বৎসর বয়সে মারা যান। বলরাম,—ইহার বাড়ী চন্দননগরে ছিল। নীলু এবং রামপ্রসাদ ইহারা দুই ভ্রাতা। ইহাদিগের কলিকাতার জন্ম হয়। ইহাদিগের

  • 》粤