পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা উপাধি চক্ৰবৰ্ত্তী । নীলুর ৬০ এবং রামপ্রসাদের ৮০ বৎসর বয়সে মৃত্যু হয়। তোলা ময়রা কলিকাতা সিমলায় জন্মগ্রহণ করেন। ৭২৭৩ বৎসর বয়ঃক্রম কালে ই হার মৃত্যু হয়। এক্ষণে ইহার উত্তরাধিকারিগণ দল চালাইতেছেন । রামচরণ বন্ধ কলিকাতায় জন্মগ্রহণ করেন । ইনি জয়নারায়ণ বস্থর প্রথম পুত্র। রামসুন্দর স্বর্ণকার,—ইনি পূৰ্ব্বে কেরাণীগিরি কৰ্ম্ম করিতেন, ৮৬ বৎসর পৰ্য্যন্ত জীবিত ছিলেন । এই সময় এণ্টনি সাহেব প্রভৃতি আরও কয়েক বাক্তির কবির দল ছিল । এই সময় কবি ভাঙ্গিল । ও দিকে “মার, মার" শব আরম্ভ হইলে লোকগুলো সেইদিকে ছুটিতে লাগিল । দেবতারা ও “কি কি !” শব্দে যাইয় শুনিলেন–জুতাচোর এক খাচী জুতা চুরি করিয়া ধরা পড়িয়া মার খাইতেছে। দেবগণ বাসায় আসিয়া দেখেন, উপ একখানি ইংরাজী পত্র খুলিয়া বাঙ্গালা ভাষায় তরজমা করিতেছে। দেবতারা উপবেশন করিয়া কহিলেন, "উপ’র যে আজ লেখা পড়ায় বড় যত্ন । এক মনে বসিয়া কি লিখিতেছে । ও কাগজখানার নাম কি ?” উপ। হিন্দুপেটিয়ট । ব্ৰহ্ম । কি ? বরুণ । হিন্দুপেটিয়ট । স্বপ্রসিদ্ধ বাবু কৃষ্ণদাস পাল ইহার সম্পাদক । ব্ৰহ্মা। বাঙ্গালীতে এত বড় খবরের কাগজখানা পরভাষায় লেখেন-ইনি ত কম লোক নন । বরুণ । অজ্ঞে এক্ষণে অনেক বাঙ্গালী ইংরাজী সংবাদপত্র লিখিতেছেন ; বাবু নরেন্দ্রনাথ সেন প্রাত্যহিক “মিরার” পত্র ও ঐযুত স্বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় “বেঙ্গলী” বাহির করিয়াছেন। পেটিয়ট কাগজখানি বহুদিনের। প্রথমে ইহা eহরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত হয় ; তৎপরে বাবু কৃষ্ণদাস পাল ইহার সম্পাদকতা ভার গ্রহণ করিয়াছিলেন। পেটিফট দ্বারা দেশের যথেষ্ট উপকার হইয়াছে, ইহাতে রাজনৈতিক বিষয় সকলেরই বিশেষ আন্দোলন করা হয় । ব্রহ্মা ! তুমি আমাকে কৃষ্ণদাসের জীবনচরিত বল । বরুণ। ইনি ১৮৩৮ অক্সে কলিকাতায় জন্মগ্রহণ করেন । ইনি প্রথমে ওরিয়েন্টাল সেমিনারীর বাঙ্গালা পাঠশালায় লেখা পড়া শিখেন। ১৮৪৮ অকে পাঠশালার পরীক্ষায় সৰ্ব্বোৎকৃষ্ট হইয়া এক রৌপ্য পদক প্রাপ্ত হন এবং ঐ বৎসরেই ঐ বিদ্যালয়ের ইংরাজী বিভাগে পড়িতে আরম্ভ করেন । ১৮৫২ অঙ্গে ఆ) సి.