পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৫৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ইনি ফ্রি ডিবেটিং ক্লবের সভ্যপদ প্রাপ্ত হন। ইহাতে ইংরাজী ভাষায় বস্তৃতা করিবার ক্ষমতা জন্মে। ইহার পর ইনি মিল নামক একজন পাদরি সাহেবের নিকট বাইবেল পাঠ করেন । ১৮৫৫ অব্দে মেট্ৰপলিটন কলেজ সংস্থাপিত হইলে ইনি ঐ কলেজে ভর্তি হন এবং ১৮৫৬ অব্দ হইতে ইনি ইংরাজী পত্রে লিখিতে আরম্ভ করেন । ১৮৫৭ অস্বে কলেজ পরিত্যাগ করেন এবং ঐ বৎসরেই ব্রিটিশ ইণ্ডিয়ান সভার সহকারী সম্পাদক এবং ইহার কিছুদিন পরে হিন্দুপেটিয়টের লেখক হন। ১৮৬০ অব্দে ঐ কাগজের সম্পাদক হইয়াছিলেন। ১৮৬৩ অক্টে ইনি অবৈতনিক ম্যাজিষ্ট্রেট ও ১৮৭৬ অব্দে মিউনিসিপ্যাল কমিসনার এবং ১৮৭৭ অব্দে বাঙ্গালার ব্যবস্থাপক সভায় সদস্ত নিযুক্ত হন। ইনি একজন সদ্বক্তা, ১৮৬৭ অব্দের দুর্ভিক্ষসম্বন্ধে ই হার বক্তৃতা, ১৮৭• অব্দের ইনকম ট্যাক্সের বিরুদ্ধে বক্তৃতা এবং বাঙ্গালা ব্যবস্থাপক সভার কতকগুলি বক্তৃতা বিশেষ উৎকৃষ্ট ও গণনীয়। ইনি অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তক লিথিয়াছেন । ১৮৬৬ অব্দে ইনি নব্য বাঙ্গালীদিগের পক্ষসমর্থন করিয়া যে প্রস্তাব লেখেন, তাহা পুস্তকাকারে প্রকাশিত হইয়াছে। ১৮৫৯ অব্দে ইনি *বিদ্রোহ ও প্রজামগুলী” নাম দিয়া একখানি পুস্তক প্রকাশ করিয়াছেন । ঐ পুস্তকে, এদেশীয়েরা যে রাজভক্তিবিহীন নহে, তাহা স্বন্দবন্ধপে দেখান হইয়াছে। ১৮৬০ অব্দে ইনি নীলের চাষ এবং ১৮৬৫ অবো জলের কল সম্বন্ধে ২১ টা প্রবন্ধ লিখিয়া প্রকাশ করেন । ১৮৭৩ অবো ইহাকে ১৫৪ • শত টাকা বেতনে কলিকাতা মিউনিসিপালিটার সহকারী সভাপতি পদ প্রদানের প্রস্তাব হইলে ইনি ঐ পদ গ্রহণে অনিচ্ছা প্রকাশ করিয়া বলেন “কোন বিশেষ কার্য্যে নিযুক্ত হওয়া অপেক্ষ আমি প্রকৃত স্বদেশানুরাগীর ন্যায় দেশের সাধারণ হিতকর কার্ঘ্যে আজীবন নিযুক্ত থাকিতে ইচ্ছা করি।” ই হার মৃত্যুতে দেশের বিশেষ ক্ষতি হইয়াছে। ব্ৰহ্মা। সাধু সাধু ! ইন্দ্র। দেখ বরুণ! এপ্রকার মহাত্মাদিগের জীবনচরিত শুনিলে মনে বড় আহমাদ হয়, তুমি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়েরও জীবনচরিত বল । বরুণ। ইনি ১২৩১ সালে ইংরাজী ১৮২৪ খৃষ্টাব্দে ভবানীপুরে জন্মগ্রহণ করেন। ইনি কুলীন ব্রাহ্মণের পুত্র। এজন্য মাতুলালয়ে ইহার জন্ম হয় এবং সেই স্থানেই প্রতিপালিত হন । বাল্যকালে ভবানীপুরের একটা ইংরাজী বিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং বিদ্যালয় পরিত্যাগের পর কোন অফিসে জাট

  • \*$ ३