পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্ত্যে আগমন মধ্যে যাইয়া উপস্থিত হইলেন। বরুণ কহিলেন, “এই স্থানের নাম দরমণহাট,এখানেও বিস্তর মহাজনের গদী অাছে।” এখান হইতে শোভাবাজারে যাইয়। একটা বাড়ীর নিকট উপস্থিত হইলে দেবরাজ কহিলেন, “বরুণ। এ সুন্দর বাড়ীটি কাহার ?” বরুণ। ইহারই নাম শোভাবাজারের রাজবাড়ী। মহারাজ নবকৃষ্ণ এবং রাজা রাধাকাস্ত দেবের এই বাড়ী । ব্ৰহ্মা। বরুণ । তুমি আমাকে মহারাজ নবকৃষ্ণের জীবনচরিত বল । বরুণ। মহারাজ নবকৃষ্ণ বাহাদুর ১১৩৯ সালে ( ১৭৩৩ খ্ৰীঃ আবে ) গোবিন্দপুর নামক স্থানে জন্মগ্রহণ করেন । ই হার পিতার নাম দেওয়ান রামচরণ দেব। ই হারা জাতিতে কায়স্থ। নবকৃষ্ণ বাহাদুরের বাল্যকালে পিতৃবিয়োগ হওয়ায় এবং ভদ্রাসন বাট ভাগীরথীতীরে ভাঙ্গিয়া পড়ায় ইঙ্গব মাতা পুত্ৰকস্তাগণকে লইয়া শোভাবাজারে আসিয়া বাস করিতে লাগিলেন । ইনি মাতার যত্বে ও নিজের মেধাবলে অল্পবয়সে পারস্ত ভাষায় বিলক্ষন বুৎপত্তি লাভ করেন। ইহা ব্যতীত বাঙ্গালা, উর্দু, আর্বি ও ইংরাজী ভাষাৰ শিক্ষা করিয়াছিলেন। ১৬ বৎসর বয়ঃক্রমকালে ইনি কলিকাতার নুন্ন বাজারে নকুড় ধরের নিকট চাকরীর উমেদারী করিতে থাকেন এবং তাহার স্বারা ইংরাজদিগের সহিত পরিচয় করিয়া লন। ইনি ওয়ারেণ হেষ্টিং সাহেবকে পরশু ভাষা শিখাইবার জন্য শিক্ষক নিযুক্ত হন । উক্ত সাহেব এই সময় কোম্পানীর একজন কেরাণী ছিলেন । ইনি নবকৃষ্ণকে অত্যন্ত স্নেহ করিতেন । ১৭৫৩ অন্ধে হেষ্টিং সাহেব মুরশীদাবাদের অন্তর্গত কাশিমবাজারের কুঠিতে প্রেরিত হইলে নবকৃষ্ণকে সঙ্গে করিয়া লইয়া যান । ইহার পর তিনি ৬০ টাকা, বেতনে নবকৃষ্ণকে কোম্পানীর মুলীগিরি কাজ করিয়া দেন। ভজন্য প্রথমে ই হার নবু মূল নাম হয়। ইনি মুলীগিরি কার্ধ্যে এমন পারদর্শিতা লাভ করেন যে, সময়ে সময়ে ক্লাইভ সাহেব ই হাকে দুরূহ দৌত্যকার্ধ্যেরও ভার দিতেন । যে সময়ে সিরাজউদৌলা কলিকাতা আক্রমণেচ্ছায় আসিয়া হালশীবাগানে উমিচাঁদের উষ্ঠানে শিবির সংস্থাপন করেন, মুলী নবকৃষ্ণ সন্ধিস্থাপনের বাসনায় উপটৌকন সহ যাইয়া দূতের কার্য্য করিয়াছিলেন। তিনিই আসিয়া নবাবের সৈন্তসংখ্যা কম বলায় ক্লাইব তৎপর দিন প্রত্যুষে আক্রমণ করেন। লভ ক্লাইবের এই বীরত্ব দর্শনে ভীত হইয়া নবাব সন্ধি স্থাপন করিয়াছিলেন। সিরাজউদৌলা পলাশী সংগ্রামে পরাজিত হইলে তাহার ৫ واج بينه