পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্তে আগমন বস্ত্র দান করিতেন । তদ্ভিন্ন নগরস্থ হিন্দু, মুসলমান, ইংরাজ, য়িহুদি প্রভৃতিকেও নিমন্ত্ৰণ করিয়া আনিয়া ভোজ দিতেন । এই উৎসব উপলক্ষে লাট সাহেব ও প্রধান প্রধান রাজপুরুষের ইহার বাটতে আসিতেন । ইনি স্বভবনে গোপীনাথ ও গোবিন্দজী নামক দুইটি দেবমূৰ্ত্তি প্রতিষ্ঠা করিয়াছেন। ইনি দোলযাত্রা, জন্মাষ্টমী ও চড়কের সময়েও বিস্তর অর্থ ব্যয় করিতেন । এই সমস্ত কাৰ্য্য তঁহার উত্তরাধিকারীরাও অস্তাপি করিয়া থাকেন। ই হার পুত্র না হওয়ায় অগ্রজের তৃতীয় পুত্র গোপীমোহনকে দত্তক গ্রহণ করেন । নবকৃষ্ণ মাতৃশ্ৰাদ্ধে অতি সমারোহ করিয়াছিলেন । এমন কি বাঙ্গালীদিগের জন্য বাজারে চাউল, গাছে পাতা এবং ক্ষেত্রে তরকারি ছিল না এবং কুমারটুলিতে হাড়ি কলসী পর্য্যন্ত পাইবার যে ছিল না । এই উপলক্ষে তাহার নয় লক্ষ টাকা ব্যয় হয় । অনেকে বলেন, শ্রাস্কোপলক্ষে নানা দেশ হইতে ব্রাহ্মণ পণ্ডিত ও কাঙ্গালীগণ আগমন করাতে স্থানটির চমৎকার শোভা হয় । তাহাতেই শোভাবাজার নাম হইয়াছে। ১৭৮২ অকো নবকৃষ্ণের চতুর্থ স্ত্রীর গর্তে একটি পুত্র জন্মে। র্তাহার নাম রাজকৃষ্ণ বাহাদুর । পুত্র হইলে নবকৃষ্ণের আহলাদের পরিসীমা ছিল না। তিনি এতদুপলক্ষে প্রজাদিগের বাকী খাজান রহিত করেন । ইহার দুই বৎসর পরে অর্থাৎ ১৭৮৩ অব্দে নবকৃষ্ণের দত্তক পুত্র গোপীমোহনের এক পুত্রসস্তান জন্মে ; ইনিই মহাত্মা রাধাকান্ত দেব বাহাদুর। স্ববিখ্যাত “শস্ত্ৰকল্পদ্রুম" লিখিয়া ইনি চিরস্মরণীয় হইয়াছেন । ১৭৯৪ অব্দের নবেম্বর মালে ৬৫ বৎসর বয়ঃক্রম কালে নবকৃষ্ণের মৃত্যু হয়। পুত্রাভিলাষে ইনি সাত বিবাহ করেন ; তন্মধ্যে প্রথম স্ত্রীর গর্ভে এক কন্য এবং চতুর্থ স্ত্রীর গর্তে এক পুত্র ও দুই কন্যার জন্ম হয়। ইনি বেহালা হইতে কুল্পী পৰ্য্যন্ত ১৬ ক্রোশ দীর্থ "রাজার জাঙ্গাল” নামে একটি রাস্তা করিয়া দেন । শুনিতে পাওয়া যায়, হেষ্টিং সাহেব তিন লক্ষ টাকা ইহার নিকট হইতে ঋণ গ্রহণ করেন, তাহা আর পরিশোধ করেন নাই ; ইনিও ঐ টাকা লইবার অভিলাষ জানান নাই । কলিকাতা চিৎপুর রোড হইতে অপার সারকুলার রোড পর্য্যস্ত একটি রাস্ত প্রস্তুত করিয়া দিয়া নিজের নামাকুসারে উহার নাম রাজা নবকৃষ্ণের লেন রাখেন। এক্ষণে কর্ণওয়ালিস স্ট্রীট হুইয়াছে। ইনি বাগবাজার ও কুমারটুলির লোকের স্বানের জন্য দুটি ইষ্টকনির্মিত ঘাট প্রস্তুত করিয়া দেন এবং শেষোক্ত স্থানে ইহার প্রথম স্ত্রী গঙ্গাযাত্রীদিগের বাসার্থ ❖)ኳቃ