পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা একটি অট্টালিকা প্রস্তুত করান। পোর্ট কমিশনারের অনুগ্রহে এই বাড়ী এক্ষণে ভাঙ্গিয়া গিয়াছে । ব্ৰহ্মা। বরুণ ! তুমি রাজা রাধাকান্ত দেবের জীবনচরিত বল । বরুণ । ইনি ১১৯১ সালে জন্মগ্রহণ করেন । ইহার পিতার নাম গোপীমোহন দেব। এই গোপীমোহন দেবের সঙ্গীতে বিলক্ষণ অনুরাগ ছিল । ইহারই যত্বে হাফ আখড়াই স্থষ্ট হয়। ইনিও একজন গোড়া হিন্দু ছিলেন । যখন সতীদাহ নিবারণ বিষয়ে রামমোহন রায় ও দ্বারকানাথ ঠাকুর প্রভৃতি চেষ্টা করেন, তখন ইনি ধৰ্ম্মসভার অধ্যক্ষ হইয়া অনেক প্রতিবাদ করিয়াছিলেন । ১২৪০ সালে ইহার মৃত্যু হয়। রাধাকান্ত দেব বাটতে সংস্কৃত পণ্ডিতের নিকট সংস্কৃত ভাষা শিক্ষা করেন । ইনি একজন উৎকৃষ্ট রাজনীতিজ্ঞ ছিলেন। এই মহাত্মা নানা বিষ্ঠায় বিভূষিত হইয়াও সাহেব সাজেন নাই ; হিন্দুধর্শ্বে ইহার দৃঢ় বিশ্বাস ছিল এবং এই ধর্শেরই আলোচনা করিতে ভাল বাসিতেন । ইহার পরামর্শে হিন্দুরা মেডিকেল কলেজে পুত্রগণকে পড়িতে দেন ; তৎপূৰ্ব্বে সকলের মনে বিশ্বাস ছিল, ছেলেরা খ্ৰীষ্টানী পুস্তক পড়িয়া খ্ৰীষ্টান হইয়া ষাইবে । রাধাকান্ত দেব প্রথমে ইংরাজী পুস্তকের অনুকরণে বাঙ্গালা বর্ণপরিচয় ও নীতিকথা নামে ক্ষুদ্র গ্রন্থ রচনা করেন । এতদ্ভিন্ন আরও কতকগুলি পুস্তক রচনা করিয়াছিলেন । ১২২৯ সালে সুবিখ্যাত শব্দকল্পক্রম প্রথম খণ্ড প্রকাশিত হয় । ইনি স্ত্রীশিক্ষারও যথেষ্ট উৎসাহ প্রদান করিতেন । ১২৪২ সালে ইনি গবর্ণমেণ্ট হইতে কলিকাতার জষ্টিস অব দি পিস এবং অবৈতনিক মাজিষ্ট্রেটের পদ প্রাপ্ত হন। ইনি স্কুলবুক সোসাইট নামক সভার সেক্রেটরি ছিলেন। কৃষি ও উদ্যান কার্য্যের উন্নতি করিবার জন্য যে রাজকীয় সভা আছে, তাহার ইনি সভাপতি ছিলেন। তদ্ভিন্ন ইনি ব্রিটিশ ইণ্ডিয়ান এসোসিয়েসনের সভাপতি থাকেন এবং লাখরাজ বাজেয়াপ্ত করিবার জন্ত স্বয়ং উদ্যোগী হইয়া এক সভা করেন । ১২৭৩ সালে ইনি ইংলণ্ডেশ্বরীর নিকট হইতে ভারতনক্ষত্র { ষ্টার অব ইণ্ডিয়া ) উপাধি প্রাপ্ত হন । ইনি শেষ দশায় বৃন্দাবনে যাইয়া বাস করেন। ঐ স্থানে ১২৭৪ সালে ৮৫ বৎসর বয়সে মৃত্যু হয়। দেবগণ এখান হইতে ধাইয়া বাগবাজারে সিদ্ধেশ্বরী ও মদনমোহন দর্শন করিলেন । বরুণ কহিলেন “এই ঠাকুর পূৰ্ব্বে বিষ্ণুপুরের রাজার हिल (* 岛》净