পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন এখান হইতে এক স্থানে উপস্থিত হইয়া বরুণ কছিলেন, “পিতামহ, রাজ! রাজবল্পভের বাড়ী দেখুন।” ব্ৰহ্মা। ইহার বিষয় বল । বরুণ। মহারাজ রাজবল্লভ রায়রা ইয়া বাহাদুর জাতিতে কায়স্থ । ইনি স্ববেদারের বকসী ছিলেন । নবাব সিরাজউদৌলা ইহাকে রায়রাইয়া উপাধি প্রদান করেন। পলাশীর যুদ্ধের পর সিরাজউদৌল সিংহাসনচ্যুত হইলে মহারাজ রাজবল্লভ কলিকাতায় আসিয়া বাস করেন । ইনি কিছু সময়ের জন্য ইষ্টইণ্ডিয়া কোম্পানীর কাউন্সেলের অনারারি মেম্বর হইয়াছিলেন । ইনি কলিকাতার গঙ্গাতীরে রাজা রাজবল্পভের ঘাট নামক একটী স্বানের ঘাট প্রস্তুত করিয়া দিয়াছেন । এখান হইতে সকলে একস্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “পিতামহ । দেওয়ান দুর্গাচরণ মুখোপাধ্যায়ের বাট দেখুন। ইনি পাটনার আফিংয়ের কুটার দেওয়ান ছিলেন এবং ঐ কৰ্ম্ম করিয়া যথেষ্ট অর্থ উপার্জন করিয়াছিলেন । কলিকাতার গঙ্গাতীরে দুর্গাচরণ মুখোপাধ্যায়ের ঘাট নামক একটা স্নানের ঘাট প্রতিষ্ঠা করিয়াছেন। ইনি অত্যন্ত হিন্দু ছিলেন।” এখান হইতে সকলে গুহুদিগের বাট দেখিতে যান এবং উপস্থিত হইয়া বরুণ কহেন ;– “রামকান্ত গুহ হুগলী জেলার সিংহটী নামক স্থানের প্রসিদ্ধ জমীদার । ইহারা জাতিতে কায়স্থ, মুসলমান নবাব কর্তৃক সরকার উপাধি প্রাপ্ত হন। ইহাদিগের প্রতিষ্ঠিত সিংহটতে সিংহবাহিনী মূৰ্ত্তি আছে। রামকান্ত গুহের পাচ পুত্র ; তন্মধ্যে জ্যেষ্ঠের নাম গঙ্গানারায়ণ সরকার। র্তাহার পুত্রের নাম শম্ভুচন্দ্র সরকার। ইনি গোকুল মিত্রের বিষয়ের ম্যানেজার ছিলেন। ব্ৰহ্মা। গোকুল মিত্রের বিষয় বল । বরুণ। ইহার পিতার নাম সীতারাম মিত্র। আদি বাস বালীতে । সীতারাম প্রথমে কলিকাতায় জাসিয়া বাগবাজারে বাস করেন । ইনি যৎসামান্ত বিষয় রাখিয়া যান। গোকুল মিত্র লবণের ব্যবসা করিয়া বিষয় বৃদ্ধি করেন । এবং বিষ্ণুপুরের রাজা দামোদর সিংহকে এক লক্ষ টাকা দিয়া তাহার গৃহলক্ষ্মী মদনমোহন বিগ্রহকে ক্রয় করেন। ঐ ঠাকুর আসা পৰ্য্যন্ত গোকুল মিত্র লক্ষ্মীবস্ত ও বিষ্ণুপুরের রাজা লক্ষ্মীছাড়া হন। গোকুল মিত্র চিৎপুর রোডের ধারে মদনমোহনের বৃহৎ মন্দির ও রাসমঞ্চ তৈয়ারি করিয়া দিয়াছেন। "ుని తి