পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা এখান হইতে যাইতে যাইতে বরুণ কহিলেন, “পিতামহ ! নিধুরাম বোসের বাড়ী দেখুন। ইনি ইংরাজদিগের রাজা বিস্তারের পূৰ্ব্বে আসিয়া কলিকাতায় বাস করেন । এই বংশের মোহনচাদ বন্ধ বেশ হাফ আখড়ায়ের . গান বঁাধিতে পারিতেন ।" এখান হইতে যাইতে যাইতে ব্ৰহ্মা কহিলেন, "বরুণ ! সম্মুখের बांग्लौक्लेि কাহার ?” বরুণ । দেওয়ান হরিঘোষের বাড়ী । হরিঘোষ মুঙ্গের কেল্লার দেওয়ান ছিলেন । ইনি যথেষ্ট উপার্জন করেন । কিন্তু দান ধ্যানেই অধিকাংশ ব্যয় করিয়া ফেলেন । ইনি বিস্তর নিরাশ্রয় এবং জ্ঞাতি ও বন্ধু বান্ধবদিগকে নিজ বাটতে রাখিয়া ভরণ পোষণ করিতেন, এজন্য লোকে অদ্যাপি হরিঘোষের গোয়াল’ বলিয়া থাকে। ইহার সমস্ত বিষয় ইহার কোন বন্ধু । বিশ্বাসঘাতকতা করিয়া ফাকি দিয়া লইয়াছিল। শেষ দশায় ইহার অর্থাভাবে অত্যস্ত কষ্ট হয় এবং কাশীতে যাইয়া বাস করেন। এখান হইতে দেবতারা কালীকৃষ্ণ ঠাকুরের বাড়ীর সম্মুখে উপস্থিত হইলে পিতামহ কহিলেন, “বরুণ ! এ স্বন্দর বাড়ীটি কাহার ?” বরুণ। ইহা কালীকৃষ্ণ ঠাকুরের বাড়ী। বাড়ীর সম্মুখে ইহার কাছারী বাড়ী । ইনি কলিকাতার মধ্যে একজন বিখ্যাত ধনী ও দাতা। ইনি সৎকার্য্যে বিস্তর দান করিয়া থাকেন। এখান হইতে যাইতে যাইতে বরুণ কহিলেন, “সম্মুখে বীরুমল্লিকের বাড়ী । বাড়ীর সম্মুখে আস্তাবল। আস্তাবলের উপর উহার বৈঠকখানা এবং উহার পার্শ্বে প্রমোদকানন নামে একটী উদ্যান। ঐ উষ্ঠানের মধ্যে নানাপ্রকার পুষ্পবৃক্ষ শোভা করিতেছে। ওদিকে দেখা যাইতেছে, রমানাথ ঠাকুরের বাড়ী। রমানাথ ঠাকুর একজন প্রকৃত স্বদেশহিতৈষী লোক ছিলেন।” ব্ৰহ্মা। তুমি রমানাথ ঠাকুরের জীবনচরিত বল। বরুণ । ইনি ১৮• • অন্ধে জন্মগ্রহণ করেন। ঐ সময় কলিকাতায় বিষ্ঠাশিক্ষোপযোগী কোন বিদ্যালয় না থাকায় ইনি সারবরণ সাহেবের স্থলে সামান্তমাত্র বিস্তাশিক্ষা করিয়াছিলেন ; কিন্তু ঘরে শিক্ষক রাখিয়া নিজের মেধাবলে বাঙ্গালা, ইংরাজী ও সংস্কৃত বিস্তায় যথেষ্ট উন্নতি করিয়াছিলেন। ইনি কিছু দিন ইউনিয়ন ব্যান্ধের দেওয়ান হন। রাজা রামমোহন রায়ের বিলাত যাত্রার পর ইনি ব্রাহ্ম সমাজের একজন ইষ্ট নিযুক্ত হইয়াছিলেন । ఆఫి: