পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা; কাৰ্য্যদক্ষতায় সন্তুষ্ট হইয়া বিচারপতি জে, আৰু, কলতীন সাহেব তাহাকে ১২৬৭ সালে জুনিয়ার উকীল পদ প্রদান করেন । ১২৬৯ সালে গবৰ্ণমেণ্টের সিনিয়ার অর্থাৎ প্রধান উকীলের পদ প্রদান করেন । ১২৬৯ সালে হাইকোর্ট সংস্থাপিত হইলে রাজা রমাপ্রসাদ রায়কে একজন দেশীয় বিচারপতিপদে নিযুক্ত করিতে গবৰ্ণমেণ্ট অভিপ্রায় প্রকাশ করেন ; কিন্তু বিচারাসনে উপবেশনের পূৰ্ব্বেই তাহার মৃত্যু হওয়ায় শম্ভুনাথ পণ্ডিত ঐ পদ প্রাপ্ত হন। ইনি অতি সম্মান ও সদ্বিচারের সহিত ঐ পদে কাৰ্য্য করিয়াছিলেন । ১২৭৪ সালে সামান্ত জরে ও একটা বিস্ফোটকে ই হার মৃত্যু হয়। ইনি একেশ্বরবাদী ব্রাহ্ম ছিলেন । ব্ৰহ্মা । ভবানীপুরে আর কি আছে ? বরুণ । এখানে হাইকোটের দেশীয় জজেরাই বাস করিয়া থাকেন । জজ অমুকুল মুখোপাধ্যায়েরও এখানে বাড়ী আছে। ব্ৰহ্মা । অল্পকূলের বিষয় বল । বরুণ। ইহার পিতার নাম লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায়। ইহার কলিকাতার মধ্যে একজন সম্রান্ত লোক । অমুকুল হিন্দু কলেজে অধ্যয়ন করিয়াছিলেন । বিদ্যালয় পরিত্যাগের পর ইহার হাবড়ার মাজিষ্ট্রেটের অফিসে নাজিরি কৰ্ম্ম হয় । ঐ নাজিরি করিতে করিতে ইনি ১৮৭৬ অবো কমিটি একজামিন দিয়া হাইকোর্টে ওকালতি করিতে আরম্ভ করেন। ইহার হাইকোটে ক্রমে এমন পশার হয় যে, মস্কেল একচেটিয়া করিয়া লইয়াছিলেন। ইহার গুণের কথা গবর্ণমেণ্টের কানে উঠিলে প্রথমে ইনি জুনিয়ার উকীল ও তৎপরে কৃষ্ণকিশোর ঘোষ পদত্যাগ করিলে সিনিয়র উকীল হন । ১৮৭৯ অব্দে ইনি বাঙ্গালা লেজিসলেটিভ কাউন্সেলের মেম্বর হইয়াছিলেন । ইহার পর ইনি হাইকোর্টের প্রতিনিধি জজের পদ প্রাপ্ত হন। কিন্তু ঐ কাজ করিতে করিতে ১৮৭১ সালের আগষ্ট মাসে ইহার মৃত্যু হয় । মৃত্যুকালে বয়ঃক্রম ৪১ বৎসর মাত্র হইয়াছিল । - দেবগণ ট্রামগাড়ি হইতে নামিলে কতকগুলি লোক নিকটে আসিয়া, কহিল, “মহাশয়েরা কি কালীমাকে দর্শন করিবেন ?” ইন্দ্র। কেন, সে খোজে তোমাদের আবশুক কি ? লোক। আঞ্জে, আমরা হালদার মহাশয়দের বাড়ী কাঙ্গ প্রশ্ন করি । সঙ্গে ক’রে নিয়ে গিয়ে ভাল ক'রে দর্শন করব। 也象孕