পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে মাগমন বরুণ। তীর্থস্থানে তোমাদের মিথ্যা বলিবার আবগুক কি ? এসেছ জ্বালালি ক’তে যাত্রীদিগের নিকট হ'তে ফাকি দিয়ে পূজার পয়সা গ্রহণ করতে ; হালদারদের বাড়ী কাজ করি ব'লে কেন নরকে যেতে ব'সেছ ? তোমাদের এই জন্মে এই দশা, পেটের জন্য রাস্তায় রাস্তায় ঘুরিয়া লোক ধরিতেছ, একবার পরজন্মের ভাবনা ভাব। লোকগুলো চলিয়া যাইলে বরুণ দেবগণকে লইয়া বন জঙ্গলের মধ্য দিয়া কালীবাড়ীর নিকট উপস্থিত হইলেন। র্তাহারা যাইয়া দেখেন, মহাসমারোহ ব্যাপার! সারি সারি সন্দেশের দোকান, ফলের দোকান, খেলানার দোকান। বিস্তর যাত্ৰী আসিতেছে ; কেহ রাস্তায়, কেহ দোকালে, কেহ কালীবাড়ীর দ্বারে ও গঙ্গাস্নানের পথে দাড়াইয়া আছে । দোকানদারেরা সার্থক জন্মিয়াছে, ফ্রব্যাদি বেচিয়া বিস্তর লাভ করিতেছে । যাত্রীদিগের পূজার দ্রব্য কম করিয়া দিয়া ঠকাইতেছে। আহা ! হতভাগারা জানে না যে, এ ঠকান— যাত্রীদিগকে হইতেছে না, কালী মাকেই হইতেছে ! A s وه