পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালীঘাট ধ’রে জানে, এবং এখানে একটা জাল হালদার ভৈয়ের ক'রে তাহার নিকট হাজির করে। তার পরে ফাকি দিয়ে তাহার নিকট হইতে পূজার টাকাগুলি হাত ক’রে নিয়ে এক পরসার কলা ও একটু চিনি খরিদ ক’রে জামার মন্দিরে আলে। পূজা করা দূরে থাক, আমার সিদরগুলো মূচে নিয়ে গিয়ে তাদের হাতে দেয় । বেচারার কিছু জানে না, প্রসাদ নিয়ে ঘরে যায় । ব্ৰহ্মা ! ও সব লোকের বংশ থাকে ত ? r কালী । একদল নিৰ্ব্বংশ হ’লে আর একদল আসে । তারাও পেটের জালায় আসে, আমিও পেটের জালায় তাদের খেয়ে ক্ষুধা নিবৃত্তি করি । হতভাগার। মনে করে, লোকে যেন ওদেরই পূজা দিতে এসেছে । উপ । কালী পিণী ! তুমি খুব পীট খেতে পাও? কালী। কৈ পাই বাবা ? পূজাও করে না, উৎসর্গও করে না, যেখানে সেখানে কাটে, আর মেচুনী মাগী:র ভাগ দিয়ে বেচে । ব্ৰহ্মা । তোমার প্রসাদে মা, অনেকে প্রতিপালন হ'চ্চে । কালী । তাতে ত আমি সুখী হই । প্রতারণা করে কেন ? সন্দেশ ওয়ালারা ভাল সন্দেশ ব’লে চিনির সন্দেশ বেচে ; আর পৈতে, ভাব, মুপারি, শাখা ও পূজার জোড় গুলো বারবার আমার ঘরে ও দোকানে যাতায়াত করে । ব্ৰহ্মা । সে কেমন ? কালী। পূজা হ’চ্চে আর দোকানে গিয়ে বেচে আসছে। আবার যাত্রীরা তাই কিনে পূজা দিচ্চে, আবার দোকানে যাচ্চে ইত্যাদি । ইন্দ্র । হালদার বাড়ীর মেয়েরা তোমাকে খুব ভক্তি শ্রদ্ধা করেন ? কালী । ভক্তি করবে কেন ? আমি কে ? তাহাদের দেহ হিংসায় পরিপূর্ণ—“ওদের পালায় এত পেলে,- আমার পালায় কম হ’ল” এই দুঃথেই মরে । ব্ৰহ্মা । মিন্সেগুলো ? . কালী । মিন্সেরা সৰ্ব্বদাই পালা কিনচে, পালা বেচ্চে, যেন বাপপিতামহেশ্ব জমীদারী । দেখ বাবা ! দেবতা অপেক্ষ মানুষ ভাল, মলে না, চুকে গেল ; আর আমি দেবতা, আমার দুঃখ দেখ ! যক্ষযজ্ঞে ম'রে কালী হয়ে নিস্তার নাই । কালীঘাটে কারারুদ্ধ হয়ে আছি। ঠাকুরপে, তোমরা: আমাকে নিতে এসেছ ? ఉత్తిని দেব --8 °