পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন করযোড় করিতে লাগিল । মনের ভাব “দেৰগণ ! আমরা স্বাধীনতা সত্ত্বেও পরাধীন হইয়া কষ্ট পাইতেছি, উদ্ধার কর " বড় বড় বানরগণ রেলিং নাড়িয়া নিজ প্রতাপ দেখাইতে লাগিল । মনের ভাব “আমাদের এত বল, কিন্তু ইংরাজবলের নিকট পরাজিত হইয়াছি।” বনমামুৰ “উকু উকু” শব্দে এদিক্‌ হইতে ওদিকে যাইতে লাগিল এবং দোল খাইতে লাগিল । মনের ভাব, “আমি ভাল মানুষ, নিরপরাধ ব্যক্তি ; আমার এ দশা কেন ?” জুওলজিকেল গাভেন হইতে বাহির হইলে বরুণ কহিলেন, “পিতামহ । এই যে দুইটী অশ্বখ বৃক্ষ দেখিতেছেন, ইহারই তলে হেষ্টিংসের সহিত ফ্রান্সিসের দ্বন্দ্বযুদ্ধ হইয়াছিল।” দেবগণ ইহার পর ছোট লাটের বাড়ী দেখিতে ঘাইলেন। বরুণ কছিলেন, “এই জালিপুরের বেলভেডিয়ার বাগান । এই স্থানে বঙ্গেশ্বর বাস করেন । ইহারই পশ্চাৎ ভাগে হেষ্টিংসের বাগানবাটী ছিল । আলিপুরের আরাকট বাগানের নিকট হেষ্টিংস হাউস নামক একট প্রশস্ত বাগানবাটী অস্থাপি বর্তমান আছে ।” - এখান হইতে র্তাহারা বালকগণের চরিত্রসংশোধিনী জেল, সেন্টাল জেল কলাবাগান ( এই স্থানে লক হস্পিটেল ছিল ) গোরস্থান (সৈন্তীিগের কবর ) গোরে যে পাথর বসান হয় তাহ বিক্রয়ের স্থান, কুলি চালানের ডিপো, ইংরাজ পাগলা গারদ ও বাঙ্গালী পাগলা গারদ, জেনেরল হস্পিটাল ( নামে জেনেরল কিন্তু কেবল ইংরাজেরা থাকে, আবৃমি হস্পিটাল) সৈন্তেরা থাকে, হরিণ বাড়ী, দেখিয়া ধৰ্ম্মতলায় আসিয়া উপস্থিত হইলেন । এই সময় এক ব্যক্তি আসিয়া ভঁাহাজের হাতে লাল কাগজে ছাপান কতকগুলো বিজ্ঞাপন দিয়া যাইল। দেবগণ দেখেন লেখা রহিয়াছে— “ইলেকট্রিক ক্যমিকেল গোল্ড রিং । মূল্য পাঁচ টাকা। এক ডজন খরিদ করিলে একটি ভাল ওয়াচ ও একসেট বোতাম এবং ৩টা খরিদ করিলে একটা উত্তম টাইমপিস ঘড়ি ও একগাছি কুকুরমুখে ছড়ি উপহার দেওয়া যায়। ‘এই আংটী ব্যবহারে কি হয় ?—এই আংটী হস্তে থাকিলে অন্ধের চক্ষু হয়, খোড়ার পা হয়, বোবার বোল ফোটে, নিধনী ধনী হয়, জাইবুড়ে ছেলের বে হয়, গোক হারালে গোরু মেলে। স্ত্রীলোকেরা যদি ধারণ করেন, তাহা হইলে বন্ধ্যা পুত্রবর্তী হয়, কুরুপার রূপ হয়, স্বামী বশে থাকেন, সৰ্ব্বাঙ্গে লোণ হয়, বৃদ্ধার যৌবন হয় । বুদ্ধের পক্ষেও এ আংটা বিশেষ উপকারী, কারণ পাকা من يوناث في