পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্ট্রেশন দেবগণ এখান হইতে বাসায় যাইয়া অtহারাদি করিয়া স্বর্গে যাইবার জন্য মোট মাটারি গুছাইতে লাগিলেন এবং পরদিন প্রাতে মূটের মাথায় মোট দিয়া সকলে যাইয়া ষ্টেশনে উপস্থিত হইলেন । র্তাহারা ষ্টেশনে যাইয়া দেখেন টিকিট দিবার ১ ঘণ্টা বিলম্ব আছে । তখন সকলে একটি পাথরের বেঞ্চের উপর বসিলেন এবং পিতামহ কহিলেন “বরুণ ! কলিকাতার ইতিহাস বল ।” বরুণ । দুই শত বৎসর পূর্বে এই কলিকাতার অবস্থা স্বতন্ত্র ছিল, তখন এ সকল কিছুই ছিল না । এক্ষণে দিন দিন ইহার অবস্থা ফিরিতে ছে এবং অধিবাসীদিগের সুখ স্বচ্ছন্দতা ক্রমেই বাড়িতেছে । ইন্দ্র । কলিকাত সহর কত দিনের ? বরুণ। বর্তমান সহর যদিও বেশী দিনের নয় ; কিন্তু এস্থানের নাম বহুদিন পৰ্য্যস্ত আছে। আইন-আকবরিতে এই স্থানের নাম দেখিতে পাওয়া যায়। পুরাণে, কলিকাতা যে স্থানে, এই স্থানকে কালীক্ষেত্র বলিয়া উল্লেখ করিয়াছে। কালীক্ষেত্র একটি বিখ্যাত পীঠস্থান । এই স্থান বায়ুন্ন পীঠের মধ্যে একটি মহাপীঠ। প্রাচীন পীঠের উপর কালীমন্দির নিৰ্ম্মিত হয় নাই। কালীক্ষেত্র বহুল নামক স্থান হইতে দক্ষিণেশ্বর পর্যস্ত বিস্তৃত আছে, বহুলোকে এক্ষণে বেহালা কহে এবং দক্ষিণেশ্বর অদ্যাপি বর্তমান আছে । ইংরাজ অধিকারের সূচনা হইতে কালীক্ষেত্র সঙ্কুচিত হইয়া এক্ষণে কালীঘাট নাম হইয়াছে। বল্লাল সেনের জীবনী পাঠেও এই স্থানের উল্লেখ দেখা যায় । আকবর বাদসার সময় কলিকাতার উল্লেখ আছে। কারণ তোড়রমল্প যে “ওয়াশিল তুমার জম।” নামে একটি রাজস্ব হিসাব প্রস্তুত করেন, তাহাতে কলিকাতার নাম আছে । এই আকবরের সময় ১৫৮৬ অবে বেল তিন ঘটিকার সময় ভয়ানক ঝড় ও সমুদ্রের জল উথলিয়া উঠিয়া দক্ষিণ দিক নষ্ট হইয়া যায় ও প্রায় দুই লক্ষ প্রাণীর প্রাণ নষ্ট হয় । ঐ দক্ষিণ ভাগকে এক্ষণে সুন্দর বন কহে । কলিকাতার উন্নতি ইংরাজ হইতে হয় । এই ইংরাজেরা ইষ্টইণ্ডিয়া কোম্পানি নাম ধরিয়া ১৬৫১ অব্দে বাণিজ্য করিতে জাসেন । ১৬৮৬ অব্দের ২•এ ডিসেম্বর জব চার্ণক সাহেবের সহিত হুগলির ফৌজদারের বিবাদ হওয়ায় శస్త్రిvడిy