পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্তে আগমন শ্ৰীবৃদ্ধি আরম্ভ হয় । কারণ সিরাজের আদেশে একপ্রকার এই স্থান নষ্ট হইয়াছিল, বড়বাজার অঞ্চলের সমস্ত গৃহ তাহার সৈন্যেরা অগ্নিদ্বারা নষ্ট করিয়াছিল। লণ্ড ক্লাইভ ১৭৫৮ অকে বঙ্গদেশীয় কুঠিসমূহের গবর্ণর হন। এই সময় কোম্পানী মিরজাফরের নিকট হইতে কলিকাতার চতুষ্পাশ্ববৰ্ত্তী ভূভাগের স্বত্ব লাভ করেন। উহাকেই ২৪ পরগণা কহে। ১৭৬৫ অব্দের ১২ই আগষ্ট ইংরাজের সম্রাট সাহ আলমের নিকট বাঙ্গালা, বেহার ও উড়িষ্যার দেওয়ানি প্রাপ্ত হন । ১৭৬৭ অবে ক্লাইব স্বদেশে প্রস্থান করেন । বাঙ্গালায় ১১৭৬ সালে একটা ভয়ানক দুৰ্ভিক্ষ ও মহামারী হইয়া বঙ্গদেশ ছারখার হয় । ইহাবুই নাম “ছিয়াত্তরের মস্বস্তর ” ইহাতে কলিকাতায় ১৫ই জুলাই হইতে ১১ই সেপ্টেম্বর মধ্যে ৭৬,• • • লোক মারা যায়। ইহার উপর অগ্নিকাণ্ডও ঘটিয়াছিল । টাকায় চারিসের চাউল বিক্রয় হইয়াছিল । ১৭৭২ সালে হেষ্টিংস সাহেব গবর্ণর হন । ইহার সময় বাঙ্গালা ও বেহার দেশ ১৮ জেলায় বিভক্ত হয় । কলিকাতায় রেভিনিউ বোড স্থাপিত হয় এবং রেছিল। যুদ্ধ ঘটে । এই সময় মহারাজ নন্দকুমারের ফঁাসী হয় । বারাণসীর রাজা চৈতসিংহের সর্বনাশ হয়, প্রথম ও দ্বিতীয় মহারাষ্ট্র যুদ্ধ সংঘটিত হয় । ইন্দ্র । বরুণ । নন্দকুমারের জীবনচরিত বল । বরুণ। রাজা নন্দকুমার রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ । ১৭৪৫ খৃঃ অব্দে মূৰ্বশীদাবাদের অন্তঃপাতী ভদ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন । ১৭৫৬ খ্ৰীঃ অকে ইনি হুগলীর ফৌজদার হন । ১৭৬৩ খৃঃ অবো নবাব মীরকাসিমের দেওয়ান হন । ইনি মনসন প্রভৃতির পক্ষ হইয়। গবর্ণর হেষ্টিংসের দোষ প্রকাশ করিতে আরম্ভ করিলে, হেষ্টিংস মোহনপ্রসাদ নামক একজন ব্যবসায়ীকে উপলক্ষ করিয়া মিথ্যা জাল করা অপরাধে ইহাকে স্বপ্রীমকোর্টে উপস্থিত করেন । হুেষ্টিংসের যত্নে প্রধান বিচারপতি সার ইলাইজ ইম্পি নন্দকুমারের প্রাণদণ্ডের আদেশ করেন । ব্ৰহ্মা । যাক্, কলিকাতার বিষয় আরও বল ! ধরুণ । চাদপালের ঘাট এই সময় বর্তমান ছিল। খিদিরপুরের উত্তরস্থিত টালিগঞ্জের খাল ১৭৭৫ খৃঃ অকো কর্ণেল টলি কর্তৃক খনন করা হয় । ১৭৭৫ অব্দে কর্ণেল হেনরি ওয়াটসন সাহুেধ খিদিরপুরের ডক প্রস্তুত করিয়া জাহাজের কাজ আরম্ভ করেন এবং ইহাতে দশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হন। 迦8°。