পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্ট্রেশন ১৭৮৩ অব্দে সার উইলিয়ম্ জোন্স, স্বপ্রীমকোটের জজ হইয়া কলিকাতায় আসেন। এখানে আসিয়া তিনি “এদিয়াটিক সোসাইট অব বেঙ্গল” নামক সভ। স্থাপন করেন এবং সংস্কৃত উত্তমরূপ শিক্ষা করেন । ১৭৮৯ অব্দে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা ইহার দ্বারা ইংরাজীতে অনুবাদিত হয় এবং ১৭৯৪ খ্ৰী: অব্দে ই হার অস্থবাদিত মনুসংহিতা প্রচার হয় । ১৭৯৪ খ্ৰীঃ অব্দে ই হার মৃত্যু হয় । - ব্ৰহ্মা ! সোসাইট কোথায় ? বরুণ ! পার্কস্ট্রীটের উত্তর পশ্চিম কোণে এই সভা আছে । প্রথমে এই সভায় একটী চিত্ৰশলা ছিল, উহ। ১৭৬৫ অব্দে গদর্ণমেণ্টের হস্তে অর্পণ করেন । এক্ষণে সভার হস্তে প্রাচীন মুদ্রা, তাম্রশাসনমূৰ্ত্তি ও পুস্তকালয় মাত্র আছে । পুস্তকালয়ে অনূন ১৫, • • • গ্রন্থ আছে, তাহার মধ্যে ৫ • • সংস্কৃত, বক্রী অপরাপর ভাষার । ১৭৮৪ অব্দে সেন্ট জনের গির্জার ভিত্তি স্থাপিত হয় । ইহা পাথুরে গির্জা নামে প্রসিদ্ধ। ১৭৪৬ অব্দে গবর্ণর লভ কর্ণওয়ালিসের সময় শিবপুরের বোটানিকেল গাড়েন স্থাপিত হয় ও তাহার কিছু উত্তরে বিসপ কলেজ স্থাপিত হয় । ১৭৮৮ অব্দে তিরেত্ত ( টেরিটির ) বাজার স্থাপিত হয়। কর্ণওয়ালিসের পর সার জন সোর গবর্ণর হন । ইনি সার উইলিয়ম জোন্সের জীবনচরিত লেখেন । ১৭৯৪ খ্ৰীঃ অঙ্গে ধৰ্ম্মতলার বাজার স্থাপিত হয়। পূৰ্ব্বে ইহাকে সেক্ষপীরের বাজার বলিত । ই হার সময় আর কোন ঘটনা হয় নাই । ইহার পর মাকুইস অব ওয়েলেসলি গবৰ্ণর হন । ফোট উইলিয়ম কলেজ স্থাপিত হয় এবং ১৭৯৯ অব্দে ৫ই ফেব্রুয়ারি গবর্ণমেণ্ট হাউসের ভিত্তি স্থাপিত হইয়া ১৮০৪ জঃ নিৰ্ম্মাণ সমাপ্ত হয় । ইহা নিৰ্ম্মাণ করিতে ১৩ লক্ষ টাকা ব্যয় হইয়াছিল । ইহার ছাদের নিম্নভাগ, গবর্ণমেণ্টের শিল্প বিদ্যালয়ের অধ্যক্ষ এচ, এচ, লক্ সাহেবের ডিজাইন অনুসারে সজ্জিত করা । এই বাড়ীতে মহারাণী ভিক্টোরিয়া, তৃতীয় জর্জ ও তীহার রাষ্ট্ৰী, ক্লাইব, হেষ্টিংস, টিনমৌখ, কর্ণওয়ালিস, ওয়েলেসলি, মিন্টে। প্রভৃতির প্রতিমূৰ্ত্তি আছে। ই হারই শাসনকালে এসিয়াটিক রিসার্চেল বাহির হইতে আরম্ভ হয় এবং ১৮ • খৃঃ অঃ ফোট উইলিয়ম কলেজ স্থাপিত হয়। এই সময় হইতে BBBBBB S000 BBB DDS DJ 0 BB BBBB BBB BB D DD 战邻°