পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্তে আগমন টাকা ব্যয়ে নিৰ্মিত হয় । এই স্থানে ওয়ারেণ হেষ্টিংস, কর্ণওয়ালিঙ্গমহারাণী ভিক্টোরিয়া, লভ গফ, সার চলল মেটকাফ ও দ্বারকানাথ ঠাকুরের প্রতিমূৰ্ত্তি আছে। ১৮১৪ খৃঃ অন্ধে লড ময়র গবর্ণর হন । ই হার সময় নেপাল যুদ্ধে সার ডেবিড অক্টরলোনী বিশেষ প্রসিদ্ধি লাভ করেন । ইহার স্মরণার্থ গড়ের মাঠে অক্টরলোনী মকুমেণ্ট স্থাপিত হয়। ইহা ১৬৫ ফুট উচ্চ। ১৮৫১ অব্দে সেন্ট আনদ্রুর চার্চ, নির্মিত হয়, ইহাকে লাট সাহেবের গির্জ কহে। ১৮৮২ অবো কাষ্টম হৌল নির্মিত হয়। ইহার দুই বৎসর পরে বিসপ কলেজ স্থাপিত হয় এবং এই বৎসরেই এগ্রিকলচারের ও হর্টিকলচারেল সমিতি কেরী সাহেব কর্তৃক স্থাপিত হয় এবং “সমাচার দর্পণ” নামক প্রথম বাঙ্গালা সংবাদপত্র প্রচার আরম্ভ হয় । নারা । কেরী সাহেবের জীবনচরিত বল । বরুণ । ইনি প্রথমে সামান্য লেখা পড়া শিথিয়া জুতা সেলাই করিতে শিক্ষা করেন এবং এই ব্যবসা কবিতে করিতে ইংরাজী ও ল্যাটিন শিক্ষা করেন । ইনি ১৭৯২ অঃ কলিকাতায় আসেন এবং মালদহের নীলকুঠির অধ্যক্ষ হন । এদেশে আসিয়া সংস্কৃত ও বাঙ্গাল শিক্ষা করেন। প্রথমতঃ ইনি “নিউটেষ্টমেন্ট” বাঙ্গালায় অনুবাদ করিয়া মূদ্রিত করেন । এবং মাসমান প্রভূতির সহিত মিলিয়া শ্রীরামপুরে যাইয়া ধৰ্ম্মপ্রচার করেন । ১৮৪১ অঃ ইনি ফোট উইলিয়ম কলেজের বাঙ্গালা অধ্যাপক হন । এই সময় ই হার ব্যাকরণ ও কথাবলী প্রচার হয় । মিন্টোর শাসন সময়ে ইনি রামায়ণ ইংরাজীতে অনুবাদ করেন ও সমাচারদর্পণ নামক একখানি সংবাদপত্র বাহির করেন । ইহার পর ইনি বাঙ্গালায় একখানি অভিধান সঙ্কলন করেন। ১৮১৪ অব্দে ই হার মৃত্যু হয় এবং শ্রীরামপুরের গির্জায় ই হার: সমাধি হয় । ১৮২৩ খৃঃ অঃ লণ্ড আমহাষ্ট্র গবর্ণর হইয়া আসেন । ইহার সময়: বর্তমান টাকশাল নিৰ্ম্মিত হয়, সংস্কৃত কলেজ ও বেঙ্গল ক্লব স্থাপিত হয় । এই সময় কলিকাতার উন্নতির দশা । কারণ এই সময় অনেকগুলি বিখ্যাতলোক আবিভূত হন। যথা—রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, রামগোপাল ঘোষ প্রভৃতি। ১৮২৮ জঃ ড বেনটিঙ্ক, ভারতবর্ষের গবর্ণর হন । ই হার সময় রামমোহন রায় ব্রাহ্মধৰ্ম্ম স্থাপন করেন। ১৮৩• অঃ ভিক্টক্ট চারিটেবল সোসাইটি স্থাপিত হয় । ১৮৩৮ অঃ দ্বারকানাথ ঠাকুর দরিত্র ७१२