পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্টেশন অন্ধদিগের সাহায্যার্থে এই সভাতে অনেক টাকা দেন । ১৮৩• অঃ কবিবর ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদপত্র “প্রভাকর" বাহির হয় । ১৮৩৮ অঃ মহাত্মা ডফ, কলিকাতায় আসিয়া তাহার বিদ্যালয় স্থাপন করেন। ১৮৩• অঃ জোড়ার্সাকোতে ব্রাহ্মসমাজ প্রথয়ে স্থাপিত হয় । ই হারই নাম বর্তমান আদি ব্রাহ্মসমাজ এবং এই সালেই রাজা রাধাকান্ত দেব বাহাদুরের যত্বে "সনাতন ধৰ্ম্মরক্ষিণী” সভা সংস্থাপিত হয় এবং সতীদাই নিবারণ আইন বন্ধ করিবার জন্য বিলাতে আপীল হয় । আপীলে কোন ফল হয় নাই । ১৮৭৫ খৃঃ সার চার্লস মেটকাফ এদেশের গবর্ণর হন । ১৮৩৫ অঃ মূদ্রণ স্বাধীনতা আইন বিধিবদ্ধ হয় । ১৮৪ • অঃ মেটকাফের নাম চিরস্মরণীয় করিবার জন্য ভাগীরথীতীরে “মেটকাফ" হল প্রস্তুত হয় । ১৮৩৬ অকে কলিকাতায় সাধারণ পুস্তকাগার স্থাপিত হয় । ই হার শাসন সময়ে ১৮৩৭ খৃঃ অব্দে মহারাণী ভিক্টোরিয়া ইংলণ্ডের সিংহাসনে আরোহণ করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের যত্নে তত্ত্ববোধিনী সভা স্থাপিত হয় এবং দ্বারকানাথ ঠাকুর বিলাত যাত্রা করেন । ১৮৪২ অব্দের ৩রা জুন কলিকাতায় একটি ভয়ানক ঝড় হয় । এই বৎসরে মতিলাল শীলের দাতব্য বিদ্যালয় স্থাপিত হয় । এই সময় অক্ষয়কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রের সম্পাদক হন । এই সময় স্বারকানাথ ঠাকুর দ্বিতীয়বার বিলাত যান। ১৮৪২ অব্দে গবর্ণর লড অক্লাণ্ডের ভগিনী মিল ইডেন, ইডেন গডেম নামক উদ্যান স্থাপন করেন । ১৮৪৬ অব্দে বিলাতে স্বারকানাথ ঠাকুরের মৃত্যু হয় । এই সময় কলিকাতায় গোয়ালিয়র মকুমেন্ট নিৰ্ম্মিত হয় এবং মেডিকেল কলেজ হস্পিটেলের ভিত্তি স্থাপিত হয় । ১ ৫৫ অব্দে ইডেন গাডেনে ব্রহ্মদেশীয় প্যাগোড1 আনিয়া স্থাপিত করা হয় । এই সময় মহাত্মা ক্যানিং গবর্ণর হইয়া কলিকাতায় আসেন । ই হার সময় পাথুরেঘাটায় রাজপরিবারে প্রথম ঐক্যতান বাদন স্বষ্টি হয়। ১৮৫৭ জন্ধে সিমুলিয়ায় আশুতোষ দেব ( ছাতুবাবু) মহাশয়ের বাটতে শকুন্তলা নাটক অভিনয় হয়। তৎপরে কলুটোলায় কেশব চন্দ্র সেন মহাশয়ের স্তত্বাবধানে বিধবাবিবাহ নাটক অভিনীত হয়। ক্যানিং সাহেবের সময় সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় । ১৮৫৮ অঃ কেশবচন্দ্র সেন ব্ৰাহ্মসমাজে যোগদান করেন । ১৮৫৮ খৃঃ অব্দে “সোমপ্রকাশ” প্রকাশ আরম্ভ হয় । ইহার পর লড ডেল হাউসি গবর্ণর জেনেরল হন । তিনি উডিস্যার খন্দ জাতির মধ্যে যে নরবলি প্রথা প্রচলিত ছিল তাহ উঠাইয়া দেন । ১৮৪২ অঃ ওয়াকোপ সাহেব বাঙ্গালার & gఊ