পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্ত্যে আগমন ডাকাইত কমিশন হন এবং ডাকাইত দলকে উৎসন্ন দেন । ১৮৫১ অঃ রেলওয়ে কার্য আরম্ভ হয় এবং তৎপর বৎসর ডাক্তার ওসানসি সাহেব টেলিগ্রাম প্ৰবৰ্ত্তিত করেন । ই হার সময় ডাকের জন্ত স্বতন্ত্র কার্যবিভাগ স্থাপিত হয় এবং ডাক বিভাগ্রের কার্য্যাধক্ষ ওজন বুঝিয় মাশুল গ্রহণ পূৰ্ব্বক পত্রাদি চালাইবার বন্দোবস্ত করেন । ই হার সময় সাধারণের গমনাগমন জন্য প্রশস্ত রাজপথ প্রস্তুত হয় । ইনি শিক্ষা বিভাগের স্ববন্দোবস্ত করেন। ইহার সময় মধ্যশ্রেণী, নিয়শ্রেণী ও মডেল স্কুল স্থাপিত হয় । বালিকাদিগকে শিক্ষা দিবার জন্য মহাত্মা বাটন সাহেল কলিকাতায় বঁটন স্কুল স্থাপন করেন। গবর্ণমেণ্ট বিদ্যালয়সমূহের সাহায্যার্থে “এড” দিবার নিয়ম করেন । এতদ্ভিন্ন প্রত্যেক প্রেসিডেন্সিতে এক একটী বিদ্যালয় স্থাপিত হয় এবং “ভাইরেক্টর” ও “ইনস্পেক্টর" পদের স্বষ্টি হয় । ১৮৫৩ অঃ বঙ্গদেশে একজন লেফটেনেণ্ট গবর্ণর হুইবে । ইংলেণ্ডে যাইয়া সিবিল সার্কিবস পরীক্ষায় উত্তীর্ণ হইলে সিবিলিয়ান এবং ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভায় ছয় জন সদস্তের স্থলে বার জন হইবে স্থির হয় । ১৮৫৬ অঃ লড ক্যানিং গবর্ণর হন । ই হার সময় সিপাহী যুদ্ধ আরম্ভ হয় । ১৮৫৮ অঃ মহারাণী ভিক্টোরিয়া স্বহস্তে ভারত সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন । ১৮৫৯ অঃ ষ্টার অব ইণ্ডিয়া উপাধির স্বষ্টি হয়। ই হার সময় ইন্‌কম ট্যাক্স ( আয় কর ) প্রচলিত হয় । ১৮৬২ অঃ লণ্ড এলগিন গবর্ণর হন । ই হার সময় সদর আদালত ও স্বপ্রীমকোর্ট একত্র হইয়া হাইকোর্ট স্থাপিত হয় । ১৮৫৪ অঃ লণ্ড লরেন্স গবর্ণর হন । ই হার সময় ১৮৬৬ অঃ উড়িষ্যায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয় ও বহু সংখ্যক লোক প্রাণত্যাগ করে । ই হার সময় বীগুন সাহেব বাঙ্গালার লেফটেনেণ্ট গবর্ণর ছিলেন । ১৮৬৯ অঃ লণ্ড মেয়ো গবর্ণর হন । ই হার সময় ১৮৭• অঃ মহারাণীর দ্বিতীয় পুত্র ডিউক অব এডিনবরা ভারতবর্ষ দর্শনে আসেন । ই হার দ্বারা কৃষিবিভাগ স্থাপন ও ষ্টেট রেলওয়ে স্থাপনের সূত্রপাত হয় । ১৮৭২ অঃ ফেব্রুয়ারী মাসে আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত পোটব্লেয়ারে শের আলী নামক এক মুসলমান ইহাকে হত্যা করে । ১৮৭২ অঃ লড নর্থব্ধক, গবর্ণর জেনেরেল হন । ১৮৭৪ অঃ বাঙ্গালাম্বু দুর্ভিক্ষ হয় । ই হার সময় বরদার গাইকবাড় রাজচ্যুত হন । ১৮৭৬ অঃ ভারতেশ্বরী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র ( স্বর্গগত ভারত সম্রাট সপ্তম এডোয়াড) ভারতবর্ষে অণসেন । ১৮৭৬ জঃ লড-লিটন ভারতবর্ষের গবর্ণর হন । ১৮৭৭ অঃ ইনি এদেশের সংবাদপত্রের বিরুদ্ধে ৯ আইন বিধিবদ্ধ করেন । ১৮৭৭ জঃ ইহা 总俄岛