পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্ট্রেশন কত্ত্বক দিল্লীতে একটী দরবার হয় এবং মহারাণী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্যের অধীশ্বরী উপাধি গ্রহণ করেন । ই হার সময় দক্ষিণ ভারতবর্ষে ভয়ঙ্কর দুৰ্ভিক্ষ হইয়া ১ ২ লক্ষ লোক প্রাণত্যাগ করে । ১৮৭৮ অঃ লড রিপন গবৰ্ণৱ জেনেরল হন । ইহা কতৃক ৯ আইন উচ্ছেদ ও আত্মশাসন প্রণালীর স্বত্রপাত হয় । ১৮৮১ অঃ তুলাজাত প্রব্যের আমদানী শুষ্ক রহিত হয় এবং ইলবাট বিল লইয়। মহা গণ্ডগোল বাধে। ইনি হাইকোর্টের প্রধান বিচারপতি গাৰ ছুটি লইলে ঐযুক্ত রমেশ চন্দ্র মিত্রকে ঐ পদে নিযুক্ত করিয়াছিলেন । ই হার সময় নূতন রাইটস বিল্ডিং স্থাপিত হয় । ইডেন হাসপাতাল স্থাপিত হয় এবং ট্রামওয়ে গাড়ী চলে ও এক পয়সা মূল্যের পোষ্টকাড প্রচলিত হয় । ১৮৮৪ খৃঃ অঃ লড ডক্ষরূিণ । গবর্ণর জেনারল হন । ই হার সময় ব্রহ্মদেশ ইংরাজরাজ্যের অন্তভুক্ত হয় এবং ব্ৰক্ষাধিপতি থিবো ভারতবর্ষে বন্দী অবস্থায় অনীত হন । ১৮৮৭ অঃ মহারাণী ভিক্টোরিয়ার পঞ্চাশ বৎসর রাজত্বের “জুবিলী” উৎসব হয় । কলিকাতায় অনেকগুলি সভা আছে। যথা মৃঙ্গাপুর ট্রীটে ভারতসংস্কার সভা । এই সভা ১৮৬১ অব্দে স্থাপিত হয় । ইহার চারিট বিভাগ আছে যথা—স্ট্রিশিক্ষা ও জাতীয় উন্নতি, সুলভ সাহিত্য বিভাগ, দাতব্য বিভাগ এবং সুরাপান নিবারিণী সভা। জাতীয় সভা,—এই সভার তত্ত্বাবধানে প্রতি বৎসর মাঘ মাসে একটী করিয়া মেলা হয়। বিজ্ঞান সত,-১৮৭৬ অব্দে ডাক্তার মহেন্দ্রলাল সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় । বৈজ্ঞানিক সভার আলোচনা ও অনুসন্ধান এই সভার উদ্দেশু। কলিকাতা কৃষিসমাজ - ১৮২০ অবো স্থাপিত হয় । কৃষিতত্ত্ব এই সভার কার্ধ্য। সাহিত্য সভা—১৮৫৭ জবো স্থাপিত হয় । সাহিত্য সংক্রান্ত আলোচনা ও বক্তৃতাদি এই সভার কাজ । রাজনৈতিক সভা—১৮৩৮ শব্দে সুবিখ্যাত দ্বারকানাথ ঠাকুর কর্তৃক সংস্থাপিত হয় । এই সভা এক্ষণে আর নাই। ১৮৫১ অঙ্গে রাজা রাধাকান্ত দেব ও প্রসন্নকুমার ঠাকুর প্রভৃতির যত্বে ব্রিটিশ ইণ্ডিয়ান এসোসিয়েশন সভা স্থাপিত হয়। ১৮৫৭ অক্সে ইণ্ডিয়ান লিগ সভা প্রতিষ্ঠিত । ভারতসভা আনন্দমোহন বসু ও হুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যত্বে ১৮৮৬ অঙ্গে সংস্থাপিত হয় । • এই সময় টিকিট দিবার ঘণ্টা দেওয়ায় দেবগণ ধাইয়া দাঞ্জিলিংয়ের টিকিট কিনিয়া জানিলেন এবং সকগে ভিতরে যাইয়া গাড়ীতে উঠিয়া বসিলেন । দেবরাজ কহিলেন, “বরুণ ওদিকে কতকগুলো গাড়ী দেখা যাইতেছে । যাহা ছাড়িবার উপক্রম,করিতেছে ও গাড়ীগুলো কোথায় যাইবে ?” 心g伞°