পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃন্দাবন বরুণ। কারণ এই তিনি বৈষ্ণব হইয়া নৌকাযোগে (তখন রেল ছিল না) বৃন্দাবনে আসেন, পথিমধ্যে কাশীর ঘাটে উপস্থিত হইয়া নৌকার পরদ। ফেলে দিতে আজ্ঞা দেন । ইন্দ্র। পরদা ফেলে দিবার অা জ্ঞা দেন কেন ? বরুণ। তিনি বৈষ্ণব, শৈব তীর্থস্থান দেখবেন ! এ কি কখন হতে পারে ? ব্ৰহ্মা। ঐ ত বাঙ্গালীর দোষ । ঈশ্বর ভেবে উপাসনা করিতেও দলদলি করিয়া পাপ করিয়া বসে। ঈশ্বর কি ভিন্ন ? দেশভেদে, কালভেদে তিনি ভিন্ন ভিন্ন আকৃতি ধরিলেও মূলে সেই এক মাত্র। বরুণ । গোবৰ্দ্ধনপৰ্ব্বত সম্বন্ধে লোকে বলে, “হনুমান যখন বিশল্যকরণীসহ গন্ধমাদন-পৰ্ব্বত স্কন্ধে লইয়া লক্ষ্মণকে বাচাইতে যান, ভরতের বঁটুিলঘাতে এই স্থানে পতিত হইয়াছিলেন । পৰ্ব্বতের যে একটু সামান্য অংশ অন্ধকারে দেখতে না পাওয়ায় ফেলিয়া যান, তাহাকেই গোবৰ্দ্ধনগিরি কহে ।” আবার অনেকে এরূপ বলে, “এক সময়ে দেবরাজ অনবরত জল ঢালিয়া বৃন্দাবন ধ্বংস করিবার চেষ্টা করিলে শ্ৰীকৃষ্ণ এই পৰ্ব্বত ছাতার ন্যায় কনিষ্ঠাঙ্গুলিতে ধারণ করিয়া বৃন্দাবনবাসৗদিগকে রক্ষা করিয়াছিলেন।” পৰ্ব্বতের উপর গোবৰ্দ্ধনদেবের প্রতিমূৰ্ত্তি আছে । ব্রহ্মা। ঐ মূৰ্ত্তি কি প্রকার ? বরুণ। উহা শ্ৰীকৃষ্ণের বাল্যকালের গোপালমূৰ্ত্তি। তিনি উলঙ্গ হয়ে ইটু পেতে নাডু খাচ্ছেন। বল্লভ আচাৰ্য্য এই মূৰ্ত্তি স্থাপন করেন। গোবৰ্দ্ধনদেব মামুদের ভয়ে এই পৰ্ব্বতে পলাইয়া আসেন। এখানে কাৰ্ত্তিক মাসে একটি করিয়া মেলা হয়, মেলার সময় অনেক যাত্ৰী আসিয়া থাকে। এ স্থান হইতে দেবগণ বৃকভামুপৰ্ব্বত দেখিতে যান। এই পৰ্ব্বতে রাধিকার পিতা বৃষভানু বাস করিতেন । পৰ্ব্বতের উপরে ও নীচে অনেকগুলি প্রতিমূৰ্ত্তি আছে। তথা হইতে সকলে বাসায় ফিরিয়া যাইয়া শয়ন করিলেন এবং নানাপ্রকার কথোপকথন চলিতে লাগিল । বরুণ। এ স্থানে পূৰ্ব্বে অত্যন্ত বন ছিল। বৃন্দা নামে এক দুশ্চরিত্র স্ত্রীলোক গ্রামের যত মেয়েছেলেকে এনে এনে এই বনে ছুটাছুটি করিয়া