পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cडेलन ২৪ পরগণায় বদলী হইয়া আসিলে বঙ্কিম স্থগলী কলেজে ভৰ্ত্তি হন। হুগলী কলেজে দ্বারকানাথ মিত্র ও বঙ্কিম চট্টোপাধ্যায়ের ন্যায় প্রতিভাশালী ছাত্র আর কখন আসে নাই। হুগলী কলেজ হইতে ইনি সিনিয়ার স্কলারশিপ লইয়া প্রেসিডেন্সি কলেজে প্রবেশ করেন । ইহার পর ইনি এফ এ ও বি এ পরীক্ষণ দেন । বি এ পরীক্ষা ইনি শিক্ষকের সাহায্য ব্যতিরেকে তিন মাস মাত্র ঘরে পাঠ করিয়া দিয়াছিলেন । ১৭ বৎসর বয়ঃক্রম হইতেই ইনি ও হিন্দু কলেজের ছাত্র e/দীনবন্ধু মিত্র ও কৃষ্ণনগর কলেজের ছাত্র দ্বারকানাথ অধিকারী তিনজনে ঈশ্বর গুপ্তের প্রভাকরে কবিতা লিখিতেন । ১২৫৩ সালে ইনি একজন অধ্যাপকের নিকট সংস্কৃত শিক্ষা করেন এবং এক বৎসবের মধ্যে মুগ্ধবোধ ব্যাকরণ, রঘুবংশ, ভটিকাব্য, মেঘদূত, উদ্ধ দুত প্রভৃতি অধায়ন করিয়াছিলেন। ইনি বি, এ পাশ করিলে, লেপ্টনেণ্ট গভর্ণর হালিডে সাহেব উপযাচক হইয়া ইহাকে ভেপুট মাজিষ্ট্রেট করেন । ২৪ পরগণার ডেপুটী মাজিষ্ট্রেট হইয়া ইনি বি, এল পরীক্ষায় উত্তীর্ণ হন । ১৮৫৮ সালে ইনি যশোহরে বদলি হন এই স্থানে ই হার প্রিয় স্বহৃদ দীনবন্ধুর সহিত প্রথম সাক্ষীত হয়। ইহার পর বঙ্কিম খুলনায় বদলি হইয়া নীলকরদিগের দমন করিয়া প্রজা বৃক্ষ করিয়াছিলেন এবং স্বন্দরবনের ডাকাত নিৰ্ম্মল কবিয়াছিলেন । এই স্থানেই ই হার প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনী লিখনারম্ভ হয় । ইহার পর ইনি বারুইপুরে বদলি হন । এই স্থানে অবস্থিতি কালে ই হার দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডল, মৃণালিনী এই তিনখানি উপন্যাস বাহির হয়। ১২৭৯ সালে ই হার বঙ্গদর্শন বাহির হয় । ইহার পর ইনি বহরমপুর, বারাশত, মালদহ প্রভৃতি অনেক স্থানে কৰ্ম্ম করিয়া ১৮৯২ সালে পেন্সন লন । বঙ্গদর্শন বাহির হইবার পর ইনি অনেকগুলি পুস্তক লিখিয়াছেন। ३र्थ: ১২৭৯ সালে বিষবৃক্ষ ও ইন্দিরা ; ১২৮• সালে চন্দ্রশেখর ও যুগলাঙ্গুরীয় ; ১২৮১ সালে রজনী ; ১২৮২ সালে কমলাকাস্তের দপ্তর ; ১২৮৪ সালে কৃষ্ণকাস্তের উইল ; ১২৮৫ সালে রাজসিংহ ; ১২৮৬ সালে আনন্দমঠ ; ১২৮৭ সালে মুচিরাম গুড়ের জীবনচরিত ; ১২৮৮ সালে দেবীচৌধুরাণী ; ১২৮৯ সালে কৃষ্ণচরিত ; ১২৯৭ সালে ধৰ্ম্মতত্ত্ব ; ১২৯১ সালে সীতারাম প্রকাশিত হয়। ইনি গবর্ণমেণ্ট হইতে রায়বাহাদুর ও সি, আই, ই উপাধি প্রাপ্ত হন। ১ও •• সালের চৈত্র মাসে ই হার মৃত্যু হয়। ቈፀዊ