পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্টেশন মহোৎসবের সময় গ্রামের মাঠে ঘাটে চতুর্দিকে নানারূপ গান শহয় ; যথা— ও কে ডাঙ্গায় তরি যায় বেয়ে । কোন রসিক লেয়ে । আছে দাড়ি মাঝি দশ জন, ছয় জন। তার গুণ টানা, সে কে জেনেও জানে না । আনন্দেতে যাচ্চে বেয়ে, যত অনুরাগী সারি গেয়ে, এ কোন রসিক লেয়ে । অপর স্থানে— ক্ষ্যাপী এই বেলা তেণর মনের মানুষ চিনে ভজন কর । যখন পালাবে সে রসের মানুষ পড়ে রবে শূন্ত ঘর ॥ এই সময় ট্রেন হাচক টান দিয়া ছপাছপ শৰ করিয়া চাকদহ যাইরা "উপস্থিত হইল । ব্ৰহ্মা । বরুণ ! এ স্থানের নাম কি ? বরুণ । এই স্থানের নাম "চাকদা’ । ভগীরথ যখন গঙ্গণকে সগরবংশ উদ্ধার জন্য লইয়া যান, এই স্থানে তাহার রথের চাকা বসিয়া যাওয়ায় চাকদা নাম হইয়াছে। এই চাকদার সন্নিকটে মুখসাগর। ৫ বৎসর পূৰ্ব্বে মুখসাগর বড় সমৃদ্ধিশালী নগর ছিল। তখন অট্টালিকাদিতে এই স্থান পরিপূর্ণ ছিল। লড কর্ণওয়ালিস গ্রীষ্মকালে এই স্থানে আসিয়া বাস করিতেন। এখন যেমন গবর্ণরের সিমলা পাহাড়ে যান, তখন গ্রীষ্মকালে স্বখসাগরে আসিতেন। রেভিনিউ বোড মুরশীদাবাদ হইতে উঠিয়া আসিয়া এই স্থানেই সংস্থাপিত হয় । স্বখসাগরের সমস্তই এক্ষণে গঙ্গায় ভাঙ্গিয়া লইয়াছে। ১৮২৩ সালের বন্যায় স্বথসাগরের বাজার ধ্বংস श्ां | এই সময় আর একখানি ট্রেণ আসিবে বলিয়া চাকদায় এ ট্রেণ খানি বিলম্ব করিতে লাগিল । বরুণ কহিলেন— S SBBBB BBBBB BBBBB BB BB BBBS BBSBBBBB বলাগড় ; এই স্থানে বিস্তর কুলীন বামুনের বাস। জিরেটে গোপীনাথ নামক একটী বিগ্রহ আছেন, তাহার বেশ সেবা হয়। ইহার প্রসাদে গোসাই মহাশয়েরাও বেশ স্থখ স্বচ্ছদে দিন কাটাইতেছেন। বলাগড়ের পর ঐপুর। ঐপুরে অনেকগুলি মুস্তক্ষী-উপাধি কায়স্থ বাল করেন। Ñat :)