পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন পূৰ্ব্বে গাংনাপুর নামক স্থানের হাট হইতে দ্রব্যাদি খরিদ করিয়া আনিয়া বিক্রয় করিতেন এবং তাহাতে যৎসামান্ত মূলধন হইলে কয়েকটা বলা খরিদ করেন এবং আন্ধুলে কায়েতপাড়ার তিলিদের নিকট হইতে চাউল ধান ক্রয় করিয়া বিক্রয় করেন। ১৮৮৬ সালে কলিকাতায় ছোলা দুষ্প্রাপ্য হওয়ায় একজন মহাজন এই দিকে ছোলা কিনিতে আসিলে রাণাঘাটের ঘাটে কৃষ্ণপাস্তির সহিত আলাপ হয়। কৃষ্ণপাস্তি চুক্তিপত্র লিখিয়া দিলে ছোলা কিনিয়া দিতে পারি' বলায় মহাজন সন্মত হইয়া চুক্তিপত্র লিখিয়া দেন । এই সময় আড়ংঘাটার মহান্ত গোলার তাবৎ ছোলায় পোকা ধরিয়াছে, অতএব তিনি কৰ্ম্মচারীকে কহেন—“খরিদদার পাইলে ছোলাগুলো সস্তা দরে ছাড়িয়া দিও।” কৃষ্ণপাস্তির অদৃষ্টলক্ষ্মী স্থপ্রসন্ন—তিনি এই ঘটনার পর মহাস্তের নিকট যাইয়া সুবিধা দরে সমস্ত ছোলা খরিদ করেন এবং মাল নৌকায় তুলিয়া টাকা দিবার বন্দোবস্ত হয়। ছোলার দুইপ্রকার মূল্য স্থির হইল, ভাল বার আনা ও পোকা ধরা দুই আনা মণ। কৃষ্ণপান্তি মহাজনের নিকট মূল্য ধার্য্য করিলেন, ভাল ২ দুই টাকা ; মধ্যম দেড় টাকা এবং পোকা ধরা ছয় আনা । এই ছোলা বিক্রয় করিয়া তিনি ৭,৭৫০ টাকা লাভ করেন এবং এই টাকায় লবণের ব্যবসা করেন । ইহাতে তিন হাজার টাকা লাভ পান । তৎপরে নীলামে দ্রব্য খরিদ করিতে আরম্ভ করেন, এই সময় তিনি কলিকাতায় হাটখোলার কৰ্ত্তবাবু নামে সকলের নিকট পরিচিত হন। ইহার পর ভ্রাতা শম্ভুচক্সের পরামর্শে তালুক খরিদ করেন। ১২০৬ সালে রাণাঘাট খরিদ করেন এবং আবাসবাটী উদ্যানবাটী, গোলাবাটী, অশ্বশালা, বাধাঘাট প্রভৃতি নিৰ্ম্মাণ করিয়া নগরের শোভা সম্পাদন করিতে থাকেন। এক্ষণে স্বরেন্দ্রনাথ পাল চৌধুরি যে বাটতে বাস করিতেছেন, ঐ বাটতে রাস, দোল ও দুর্গোৎসব প্রভৃতি হইত। মহোৎসব বাটিতে উমেশচন্দ্র পাল চৌধুরির পুত্রেরা এবং বসত বাটাতে ব্ৰজনাথ পাল চৌধুরি বাস করিতেছেন। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণপান্তির উন্নতি দেখিয়া চৌধুরী এবং গবর্ণর জেনেরল লভ ময়রা পাল উপাধি প্রদান করেন । কৃষ্ণপাস্তির টাকায় অনেকে বড় মানুষ হইয়াছে। রাণাঘাটে যত কোটা বাড়ী আছে, তাহার বার আন কৃষ্ণপাস্তির কৃপায় হইয়াছে। ইনি কখনও মিথ্যা কথা কহিতেন না এবং সকল কাৰ্য্যেই আর্থিক লাভ অনুসন্ধান করিতেন। ইনি সাধারণের উপকারার্থে রাণাঘাটে একটি পুষ্করিণী ও মাঙ্গাজ দুর্তিক্ষে তিন লক্ষ টাকার চাউল বিতরণ করেন। ১৮১৯ অৰে ইহার মৃত্যু হয়। Gł 9