পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্ত্যে আগমন হিল্লোল করিতেছে । চৈতন্য তদর্শনে শ্ৰীকৃষ্ণ ক্রীড়া করিতেছেন জ্ঞান করিয়া আলিঙ্গনার্থ লম্ফ দিয়া পড়েন, তাহাতেই তাহার মৃত্যু হয়। চৈতন্তের শিষ্যগণ । র্তাহাকে স্ত্রীকৃষ্ণের অবতার বলিয়া স্বীকার করেন । রূপ গোস্বামী ই হার শিন্য ছিলেন। তাহার প্রণীত বার-তের খানি সংস্কৃত গ্রন্থ আছে। ই হার সনাতন গোস্বামী, জীবগোস্বামী, গোপাল ভট্ট প্রভৃতি আরও অনেক শিন্ত ছিলেন। ই হারই সময় বঙ্গদেশে গ্রন্থ প্রণয়নের আদি কাল । নবদ্বীপ সংস্কৃত বিদ্যার জন্য বিখ্যাত। চৈতন্য-ভাগবতে বর্ণিত আছে, নবদ্বীপ অপেক্ষ স্থান পৃথিবীতে নাই। কারণ এই স্থানে চৈতন্তের জন্ম হয়। ঐ স্থানে বিস্তর টোল আছে । পুরাতন নবদ্বীপ এক্ষণে জঙ্গলে পরিপূর্ণ। নূতন নবদ্বীপের দুই দিকে ভাগীরথী ও জলঙ্গী আসিয়া মিলিত হইয়াছে। বর্ষাকালে স্থানটি দ্বীপের আকার ধারণ করে । বিল্বগ্রাম ও ধাত্রীগ্রাম পূৰ্ব্ব নবদ্বীপের একটি পল্লী ছিল। পূৰ্ব্বে নবদ্বীপ জঙ্গলে পরিপূর্ণ ছিল, কাশীনাথ নামক রাজা সঙ্গিগণসহ ভ্রমণ করিতে আসিয়া স্থানটি দেখিয়া মোহিত হন এবং নিজের রাজধানী করেন। তিনি আসিবার সময় তিন ঘর ব্রাহ্মণ ও নয় ঘর চাষ সঙ্গে করিয়া আনেন । এই নবদ্বীপই বৈদ্যবংশের শেষ রাজ! লক্ষ্মণ সেনের রাজধানী ছিল। এই লক্ষ্মণ সেনের সময় কুতুব উদ্দীনের প্রধান সেনাপতি বক্তিয়ার খিলিঙ্গী আসিয়া নবদ্বীপ অধিকার করেন । চৈতন্তের প্রধান শিষ্য রামানন্দ তন্ত্র শাস্ত্র হইতে সতীদাহ প্রথা প্রথমে নবদ্বীপে প্রচার করেন। চৈতন্য দেব এই সতীদাহ দেখিয়া দুঃখিত হন এবং পথে পথে খোল করতাল বাজাইয়া বৈষ্ণবধৰ্ম্ম প্রচার ও বৈষ্ণবীবিবাহপ্রথা প্রচলিত করেন । মতু মকুন্তদেহ দাহ করিয়া জলে ফেলিয়া দিবার প্রথা প্রচার করেন । চৈতন্যদেব গোর দিবার ব্যবস্থা করেন । চৈতন্য যে স্থানে জন্মগ্রহণ করিয়াছিলেন, উহা এক্ষণে গঙ্গাগর্ভে গিয়াছে। চৈতন্তের ভক্তের র্ত;হাকে অবতার বলিয়া বর্ণনা করেন। নবদ্বীপের একটি মন্দিরে চৈতন্যের পারিষদ নিত্যানদের মূৰ্ত্তি আছে, বৈষ্ণবেরা ঐ মূৰ্ত্তি পূজা করিয়া থাকে। চৈতন্তের ভক্তেরা বৈরাগী। নবদ্বীপে বিস্তর বৈরাগী আছে। বৈরাগ দিগের সহিত ব্ৰাহ্মণদিগের সম্ভাব নাই, উভয়ে উভয়কে ঠাট্টা করে । চৈতন্তের ধর্শ্ব অনুসারে কায়েত বেণেতে পাচ সিকা খরচ করিয়া বিবাহ করিতেছে । নবদ্বীপে আগমবাগীশের কালীমূৰ্ত্তি আছেন । ঐ ব্যক্তিই প্রথমে এই মূৰ্ত্তি বঙ্গদেশে প্রচার করেন। আগমবাগীশের বাসস্থান এক্ষণে গঙ্গাগর্তে গিয়াছে। নবদ্বীপ శ్రీశ్రీge