পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন নারা । তোমাকে পারে না কেন ? পদ্ম। কি ক’রে পারবে—চোরাবালী, ঘূর্ণিপাক প্রভৃতি যে সকল সঙ্গী আছে ; তাহারা থাকতে কাহাকেও ভয় করি না । ইন্দ্র । তুমি বড় ভেঙ্গে চুরে দিয়ে গ্রামগুলিকে নষ্ট কর । পদ্মা। আমার তীরস্থ গ্রামগুলিও তেন্নি ধু ধু করছে। তাহার উপর খোদা বকল, রহিম উল্লা প্রভৃতি পাচঘর প্রজ ইলিশ মাছের ব্যবসা কর চে । উপ। পদ্মা পিসি, তোমার গর্তে খুব ইলিশ মাচ হয় নয় ? পদ্মা । হ্যা। এ ছেলেটি কে ? ব্ৰহ্মা। শনির ছেলে । ইন্দ্র। পদ্মা, তুমি যে এক্ষণে বেশ শাস্তভাবে আছ ? পদ্মা । আমার ভয়ঙ্করী মূৰ্ত্তি ভাদ্র আশ্বিন মাসে হয় । সেই সময় অনেক লোক পূজায় বাড়ী যায় কিনা ৷ - এই সময় ষ্টিমার খোলার উদ্যোগ করায় দেবগণ পদ্মার নিকট বিদায় লইয়া উপরে উঠলেন। এবং যথাসময়ে সারাঘাটে পৌছিলেন। দেবগণ পিতামহের হাত ধরিয়া ট্রেণে তুলিলেন । পিতামহ কহিলেন, “অতগুলি গাড়ী বাদ দিয়া পশ্চাতের গাড়ীখানিতে উঠলে কেন ?” বরুণ। ও গুলো ধুবড়ী লাইনের গাড়ী। ও গুলোকে পাৰ্ব্বতীপুরে রাখিয়া ট্রেণ দার্জিলিং যাইবে এবং আর একখানি কল ঐ গাড়ীগুলোকে জুতে নিয়ে ধুবড়ী অভিমূখে প্রস্থান করিবে । ধুবড়ী লাইনের পথে পুটে ও রংপুর নামক দুটি স্থান আছে। পুটে রাণী শরৎস্বন্দরীর জন্য বিখ্যাত। রংপুর একটি জেলা। রংপুর জেলায় অনেকগুলি জমাদার অাছেন, তন্মধ্যে তাজহাটের গোবিন্দলাল রায়, কাকিনীয়ার রাজা মহিমারঞ্জন রায় চৌধুরী ও তুষভাণ্ডারের রায় রমণীমোহন রায় বিখ্যাত। ইহাদের মধ্যে রাজা মহিমারঞ্জন দাতা, বদান্ত, মিষ্টভাষী, বিদ্যোৎসাহী ও প্রজাবৎসল । ই হার রাজধানী কাকিনীয়ায় দেবালয়, অতিথিশালা, চিকিৎসালয়, বিদ্যালয় প্রভৃতি বিস্তর আছে। ঐস্থান হইতে রাজার সাহায্যে ‘রঙ্গপুর দিকপ্রকাশ” নামক একখানি সাপ্তাহিক সংবাদপত্র বাহির হইয়া থাকে । - এই সময় ট্রেণ ছপাছপ শব্দে ছুটিতে লাগিল। দেবতারা বেঞ্চিতে শয়ন করিয়া নিদ্রাভিভূত হইলেন। র্তাহারা ভোরে উঠিয়া দেখেন, ট্রেঞ্চ জলপাইগুড়িতে উপস্থিত হইয়াছে। র্তাহারা সকলে উঠিয়া গল্প আরম্ভ , ჯჯაწ