পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

dहेलन করিলেন । পিতামহ কহিলেন, “ই হার দেখছি, ভারতের আষ্ঠে পৃষ্ঠে ললাটে রেল চালাইয়াছে। আশ্চৰ্য্য ক্ষমত ” এই সময় ট্রেণ আসিয়া সিলিগুড়ি ষ্টেশনে উপস্থিত হইল । দেবগণ ট্রেণ হইতে নামিলে বরুণ কহিলেন “তোমরা দুই তিনটা করিয়া জাম গায় দাও, এইবার দাঞ্জিলিং উঠিতে হইবে । ঐ যে ট্রামগাড়ীগুলি দেখিতেছ, উহাতে উঠিয়া আমরা দার্জিলিং যাইব ।” দেবগণ তৎপ্রবণে গাত্রবস্ত্র গায়ে দিলেন এবং ট্রামগাড়ীতে উঠিলেন । গাড়ী যথাসময়ে দার্জিলিং অভিমুখে চলিল এবং শালবন ও চা-ক্ষেতের মধ্য দিয়া যাইয়া পাহাড়ের নীচে উপস্থিত হইল । বরুণ । পিতামহ । এই প্রকাও পাহাড়ের উপর দাৰ্জিলিং । ব্ৰহ্মা ! T ! অত উচুতে উঠবে কেমন করে ? এই সময় ট্রামগাড়ী শালবনের মধ্য দিয়া ঘুরিয়া ঘুরিয়া একটা ফাক স্থানে উপস্থিত হইল। বরুণ কহিলেন, “ঠাকুরদা ! নীচের দিকে দেখুন, আমরা . কত দূরে উঠিয়াছি।” পিতামহ তৎপ্রবণে নীচেয় তাকীয়ে দেখেন, গাড়ী অনেক উচ্চে উঠিয়াছে । নীচে খাল, জঙ্গল দেখা যাইতেছে। তিনি তদুষ্টে কহিলেন, “আহা । ধন্ত ইংরাজের বুদ্ধি ও ক্ষমতা ! দেবরাজ, ভাল ক’রে গড় ঝালাই করগে, নচেৎ স্বৰ্গরাজ্য কখনই রক্ষা করিতে পারিবে না ।” ক্রমে ট্রামগাড়ী সাপের ন্যায় অল্প অল্প করিয়া উঠিয়া গয়াবাড়ী, কার্সিয়ং, সোণাদহ ষ্টেশন অতিক্রম করিয়া ঘুম ষ্টেশনে আসিয়া পৌছিল । পুনরায় ট্রেণ ছাড়িলে আকাশ মেঘাচ্ছন্ন হইল, গাড়ী যেন মেঘ ভেদ করিয়া চলিতে লাগিল । দেবতার দেখেন, উপরে মেঘ ও জল ; নীচে রৌত্র । নারায়ণ কছিলেন *আহা ! কি সুন্দর দৃপ্ত * এই সময় গাড়ী দার্জিলিংয়ের নিকট উপস্থিত হইলে বরুণ কহিলেন, “পিতামহ । দাৰ্জিলিং দেখুন।” ব্ৰহ্মা। চমৎকার সহর । বরুণ, দাৰ্জিলিংয়ের বাড়ীগুলি ওভাবে রহিয়াছে কেন ? একটা নীচে, একটা উপরে আর একটা তাহার উপরে ? যাহা হউক, বাড়ীগুলি ওরূপ স্তরে স্তরে থাকায় বড় স্বন্দর দেখাইতেছে এবং খড়খড়ি গুলিতে রৌদ্র লাগায় ঝলমল করিতেছে। - বরুণ। দাৰ্জিলিং পাহাড়ের উপর অবস্থিত। পাহাড়ে সমতলভূমি মা থাকায় ঐ ভাবে গৃহাদি নির্মিত হইয়াছে। রজনীতে দার্জিলিং বড় স্বন্দর t&t