পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্টেশন লয়েড ইহার পর শিলিগুড়ি হইতে পাংখাবাড়ী ও দ্বাঞ্জিলিং যাতায়াতের রাস্তা নিৰ্মাণ করেন। ১৮৩৫ অন্ধে দাৰ্জিলিং ইংরাজদিগের সম্পূর্ণ করায়ত্ত হয়। ১৮৫০ অব্দে পুনরায় ইংরাজদিগের সহিত সিকিমরাজের বিবাদ হওয়ায় ৬• • • হাজার টাকা বৃত্তি প্রদান বন্ধ করা হয় । ১৮৫৪ অৰে দাৰ্জিলিংয়ে হর্গ্যাদি, বিদ্যালয়, বিচারালয় প্রভৃতি স্থাপিত হয় । ১৮৫৬ অব্দে দাৰ্জিলিংয়ে চা ব্যবসা আরস্ত হয় এবং বিস্তর ইংরাজ আসিয়া উপনিবেশ সংস্থাপন করেন । এই সময়ে রেল রাস্তা ও টেলিগ্রাফের স্থষ্টি হয়। ক্রমে ক্রমে এখানে ক্রীড়া বাটী, নাট্যশালা, মৃগয়া ও তুর্ষাবিদ্যার আলোচনা-স্থান প্রভৃতি বহু অর্থবায়ে প্রস্তুত হইয়াছে। ১৮৬০ অব্দে সিকিমরাজ এই আদেশ প্রচার করেন, কোন ইউরোপীয় সিকিমের মধ্যে প্রবেশ করিতে পারিবেন না, ইহাতে ইংরাজদিগের সহিত সিকিমরাজের পুনরায় বিবাদ হয় এবং ১৮৬১ অব্দে তিনি পুনরায় এক সন্ধিপত্রে স্বাক্ষর করেন । ১৮৬৩ অব্দে ভুটিয়ারা বিদ্রোহী হইলে পুনরায় যুদ্ধ ঘোষণা হয় এবং ১৮৬৫ অব্দে পুনরায় সিকিমরাজের সহিত এক সন্ধি হয়, তাহাতে বার্ষিক ৩• • • হাজার টাকা গবর্ণমেণ্ট সিকিমরাজকে দিবেন বলিয়া স্বীকৃত হন । দাৰ্জিলিংয়ের ইতিহাস শুনিতে শুনিতে দেবগণ নিদ্রাভিভূত হইলেন। প্রাতে উঠিয়া সকলে মুখ হাত ধৌত করিয়া নগর ভ্রমণে বাহির হইলেন। উপ কহিল, “বরুণ কাকা! ও বরুণ কাকা । এখানকার মানুষগুলো এমন কেন ? ইহাদের মধ্যে কোনটা মেয়ে, কোনটা পুরুষ ৫ উঃ বাবা ! একটা কিসের ঠ্যাং কাচা খাচ্চে ।” * বরুণ । দেবরাজ ! দাৰ্জিলিংয়ের অধিবাসী দেখ । এখানে লেপচা, ভুটীয়া ও পাহাড়িয়া এই তিন জাতি বাস করে। এখানকার অধিবাসীরা বলিষ্ঠ, গৌরবর্ণ, খাদা ও মুখ চ্যাপটা ৷ ব্ৰহ্মা উপ যা ব'ল্পে মিথ্যা নয়, উহাদের মধ্যে মেয়ে ও পুরুষ কোনটা ? বরুণ। মেয়ে ও পুরুষ অনেক সময়ে চেনা যায় না। উভয়েরই চেহারা মোটা, পরিধেয় বস্ত্র টিলে এবং উভয়েরই চুল লম্বা । তবে প্রভেদ এই পুরুষের মাথায় একটা বিভূমি ও স্ত্রীলোকের মাথায় দুটো বিস্তুনি। লামাদের মাথায় চুল নাই। ইন্দ্র। ইহাঙ্গের বিবাহ হয়, না যে ধার কাছে ইচ্ছা গমন করে ? বক্ষণ । মেয়েরা ১৬ হইতে ২৪৩৭ বৎসর ও পুরুষেরা ৭ • বৎসর বয়সের

  • "هوهين