পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন পূৰ্ব্বে বিবাহ করে না । বিবাহ বাপ মায়ে ঠিক করে, বর ও কল্প সম্মত হইলে বিবাহ হয় । ইহাদের বর্ণভেদ নাই । কাহারও ছোয়া বা কোন মাংস খাওয়া ইহাদের নিষিদ্ধ নহে । ইহারা সময়ে সময়ে কাচা মাংস খায় । ঐ দেখ খাচ্চে । ইন্দ্র । মাগীগুলো ফুল তুলে মাথায় দিচ্চে কেন ? বরুণ । ফুল পরা এদের বড় শখ । ইহারা চুলগুলি বেশ পরিষ্কার রাখে। গাত্রে অত্যন্ত ময়লা, তাহার কারণ স্বান করে না । জিজ্ঞাসা করিলে বলে, গায়ে ময়লা থাকিলে শীত কম হয়—গাত্রবস্ত্রের আবশ্বক হয় না । " দেবগণ মল রোডের উত্তরে যাইয়া গবর্ণমেণ্ট হাউস দেখিলেন। বরুণ কহিলেন, “এই বাড়ীটি পূৰ্ব্বে কুচবিহারের মহারাজের ছিল । রাজা অতি সামান্ত মূল্যে গবর্ণমেণ্টকে বিক্রয় করিয়াছেন । ইহাতে এক্ষণে ছোট লাট বাস করেন। বাটীর চতুর্দিক প্রস্তর দ্বারা নিৰ্ম্মিত এবং চাল পাইন নামক কাঠের তক্ত দ্বারা আবৃত ৷ এই বাটীর পশ্চিমে লাটসাহেবের ক্রীড়াভূমি । এখান হইতে যাইয়া সকলে বোটানিকেল গাড়েন ও হট হাউস দেখিলেন। হট হাউসের ভিতরে অনেক লতা গুল্ম আছে । উপ। কর্তা জেঠা দেখ ! দেখ ! দুটো বাঙ্গালী মাগী কেমন ঘোড়া ছুটিয়ে আসছে । নারা। এ এক নূতন দৃপ্ত বটে। বরুণ এরা কি পাহাড়ে মেয়ে ? বরুণ । বাঙ্গালীর মেয়ে কিন্তু পাহাড়ে এসে পাহাড়ে হয়েছে । এই সময় মাগীরা ঘোড়া ছুটাইয়া যাওয়ায় উপ ঐ পড়লো পড়লো শব্দে র্চেচাইতে লাগিল । ইন্দ্র । সাড়ী পড়া, ঘোড়ায় চড়া দেখতে বেশ । বরুণ। মাগীরে ঐ বেশে ঘোড়ায় চড়ে দেখিয়া—সাহেবর। হাশু করিয়া zon, “Damn the nation.” নারা । বরুণ ! মাগীরে মেমেদের মত একপেশে হয়ে ঘোড়ায় বসে না কেন ? বরুণ । সে অভ্যাস হ'তে বিলম্ব আছে । দেবতার। ইহার পর মল রোভের বিপরীত দিকে চলিলেন এবং জঙ্গলের মধ্যে নানারূপ গাছ দেখিলেন । কোন গাছের সর্বাঙ্গে সেওল ধরা, কোন গাছের জাপাদ মস্তক লভা পাতায় জড়ান। বেড়াইতে বেড়াইতে দেখিলেন, চারিজন লোক চক্ষু বুজে বলে আছে।

  • sor ,