পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্টেশন নারা। এরা কে ? ঠিক মুনি ঋষির মত চক্ষু বুজে বসে আছে। বরূৰ্ণ । ব্রাহ্ম | ইন্দ্র । ব্রান্ধেরা দেখচি সৰ্ব্বত্রেই আছে। এখান হইতে এক স্থানে উপস্থিত হইয়া দেবতার দেখেন, ভয়ানক জলোচ্ছ্বাস ভয়ঙ্কর শস্ব করিয়া সহস্রধারায় একখানি পাথরের উপর পড়িতেছে। নিকটে রেলিং দেওয়া একটি রাস্ত আছে। দেবগণ রেলিংয়ের মধ্যে দাড়াইয়৷ দেখিতে লাগিলেন। পিতামহ কহিলেন, আহা কি মুন্দর দৃপ্ত ! বরুণ, এ ঝরণাটর নাম কি ? বরুণ। ইহার নাম ভিক্টোরিয়া ওয়াটার ফলস। দাৰ্জিলিংয়ের মধ্যে ইহা একটি প্রধান ঝরণা এখানকার লোকে ইহাকে কাক-ঝোরা বলে। উপ। বরুণ কাক, দেখ যেখানে জল পড়ছে সেখানকার পাথরখানা খয়ে খয়ে ঠিক একটি ব্যাঙের মত হয়েছে। ইহার পর দেবগণ এংলো হিন্দী মধ্য শ্রেণীর বিদ্যালয়, ভুটিয়া বোর্ডিং স্কুল কমিশনর সাহেবের গ্রীষ্মবাটিক দেখিয়া একটি পাহাড়ে উঠতে লাগিলেন । পিতামহ কছিলেন, “বরুণ আমরা কি স্বর্গে উঠিতেছি। যাহা হউক ভাই, একটু বোস আমার বড় ইপি ধরেছে।" বরুণ । “আর বেশী দূর নাই, একটু উপরে উঠিয়া সকলে বিশ্রাম কবি" বলিয়া পিতামহের হাত ধরিয়া অকারভেটারি হিলের উপর সকলে উঠিলেন এবং বসিয়া বিশ্রাম করিতে লাগিলেন। এখান হইতে দেবগণ একটি কুটিরের নিকটে যাইয়া উপস্থিত হইলেন কুটারখানি পাতা দ্বারা ঘেরা । বরুণ । পিতামহ দুর্জয়লিং নামক শিব দেখুন। এই শিবের নাম হইতে দাৰ্জিলিং নাম হইয়াছে। শিবের নিকট ভুটিয়ার ছাগ বলি দেয়। ইন্দ্র । এ গহ্বরটা কি ? বরুণ । লোকে বলে—দুর্জয় লিং যবন ভয়ে এই পথ দিয়া তিব্বতে পলাইয়াছিলেন । গুহাটা যে কত দূর বিস্তৃত অস্থাপি তাহার নিরাকরণ হয় নাই। কেহ কেহ বলেন, সিকিম পর্যন্ত বিস্তৃত আছে। এখান হইতে যাইয়া দেবগণ একস্থানে উপস্থিত হইলে বরুণ কছিলেন, “পিতামহ ভূটিয়াদিগের বন্তি দেখুন। এইস্থানে ভুটিয়ারা বাস করে। ওদিকে ভূটিয়াদিগের গুদ্ধা দেখা যাইতেছে।”