পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ব্ৰহ্মা । গুম্ফা কি ? বরুণ। ভুটিয়াদিগের দেবমন্দির । বাড়ীটি দোতালা, নীচে গুম্ফ থাকেন : উপরে পুরোহিতেরা বাস করেন । ইন্দ্র । দেবগৃহের স্বারে ঢোলকের মত ওদুটো কি ? বরুণ । চক্র । চক্রে মন্ত্র লেখা আছে । চক্ৰ যত ঘোরে তত পাপ ক্ষয় হয়। চেয়ে দেখ—গুহ মধ্যে মাটিতে মহাকাল ও মহাকালীর মূৰ্ত্তি রহিয়াছে। পূজার সময় বাজনা বাজে। পুরোহিতকে লামা কহে । লামারা বিবাহ করে না, কিন্তু মদ ও মাংস খায়। ভুটিয়ারা নিজে পূজা দিতে আসে না, পূজার টাকা লামাকে দেয়, লামা কিনে বেচে পূজা করে । উপ । বরুণ কাকা, লামারা বে করে না, তবে খোক লামা জন্মায় কেমন করে ? ইহার পর দেবগণ বোটানিকেল গাডেন দেখিলেন । এই স্থানে তিনটী কাচের ঘর আছে। ঘরগুলি ফুল ফলে সুশোভিত। একটি ঘরে একটি ফোয়ারা আছে । ইন্দ্র। বরুণ ! দেখ এস্থানে দুই একটি কাক দেখা যাইতেছে । উপ | রাজা কাকা । ওদিকে দেখ, একটা শেয়াল রোদে শুয়ে গা শুকাচ্চে । বরুণ । বর্তমানের রাজা সহর জমকাইৰার জন্য এখানে কাক ও শৃগাল আনিয়া ছাড়িয়া দিয়াছিলেন । নারা । ওদিকে দেখা যাইতেছে ও স্বন্দর বাড়ীটি কাহার ? বকুণ । বৰ্দ্ধমানের রাজার । ব্ৰহ্মা । আহা এই স্থানের কি সুন্দর দৃপ্ত পৰ্ব্বতগাত্র বরফে শ্বেতবর্ণ ধারণ করিয়াছে এবং সেই শ্বেতবর্ণের উপর সূর্যরশ্মি পড়িয়া ঋকৃঝঙ্ক করিতেছে। ঐ পৰ্ব্বতের কোলে কোলে রক্তবর্ণ মেঘ দেখা দেওয়ায় আহা ! কি স্বন্দর শোভাই হইয়াছে । আরও দেখ, ও দিকে পাহাড়ের কোলে মেঘ নাই রোজ দেখা দিতেছে-কেমন মেঘ ও রোঁজ লুকাচুরি খেলিতেছে। . বরুণ । পিতামহ সিঞ্চলে যাইবেন ? এখান হইতে হাজার ফিট উচ্চে সিঞ্চল আছে । ব্ৰহ্মা । আর আমার সাধ্য নাই যে এক পা গমন করি । এক্ষণে নীচে নাশিব কেমন করে ভাবিতেছি । * * বরুণ। চলুন আমরা ভাণ্ডি আরোহণে সিঞ্চলে যাই । ቁግ•