পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইন্দ্র। ভাত্তি কি ? বরুণ । রাজতত্তগনামা । এই সময়ে কয়েক জন ভাণ্ডিওয়াঙ্গা ভাণ্ডি ঘাড়ে করিয়া সেইস্থান দিয়া যাইতেছিল দেখিয়া বরুণ ডাকিলেন, “ও ডাণ্ডিওয়ালা ! এদিকে আয় আমরা সিঞ্চলে যাইব ।” ডাণ্ডি দেখিয়া দেবতার হাস্ত করিতে লাগিলেন । পিতামহ কছিলেন, “রাজতত্তানামাই বটে। খোলা চৌকীর মধ্য দিয়া এক প্রকাও ডাণ্ডি চালান। যাহা হউক উঠা যাক।” বলিয়া দেবতারা একে একে উঠিয়া বসিলে ভাণ্ডি ওয়াল ভাণ্ডি ঘাড়ে করিয়া চলিল এবং এক এক বার পাল্লা দিবার জন্য ছুটিতে লাগিল। পিতামহ সভয়ে চীৎকার করিয়া উঠিলেন। সিঞ্চলে যাইয়া দেবতারা আহারাদি করিয়া একটু বিশ্রাম করিলেন এবং তৎপরে ভ্রমণে বাহির হইলে দেবরাজ কহিলেন, “বরুণ সম্মুখে দেখা যাইতেছে কি ?” বরুণ। ঐ স্থানে পূবেৰ গবৰ্ণমেণ্টের সেনানিবাস ছিল । কিন্তু এখান কার শীত সৈন্তদিগের সহ না হওয়ায় এক্ষণে জলাপাহাড়ে বারিক হইয়াছে। নারা । জলাপাহাড় কোথায় ? বরুণ। জলাপাহাড় এখান হইতে পাঁচ শত ফুট উচ্চে। এখানে এত শীত যে, পাহারা দিতে দুই একজন পাহারাওয়ালা মরিয়া গিয়াছে। এ স্থান পরিত্যাগ করায় গবর্ণমেণ্টের অনেক টাকা নষ্ট হইয়াছে। এখান হইতে দেবগণ আরও • • • ফুট উচ্চে যাইয়া ধবলগিরি ও কাঞ্চনজঙ্ঘা দেখিতে লাগিলেন । এই সময় দেবগণ দেখেন, দুই জন বসিয়া গান করিতেছে। তন্মধ্যে একটি স্ত্রীলোক ও একটি পুরুষ । উপ । বরুণ কাকা এদের জামোদ দেখ ! নারা । সত্য বরুণ ইহাঙ্গের এত আমোদ কেন ? বরুণ। মাগী মিন্সেকে বিবাহ করিবার চেষ্টা করিতেছে। ইন্দ্র। এ কি রকম বিবাহ ? o বরুণ। এ বড় মজার বিবাহ। তিব্বতের এই জাতিকে লিছু বলে । ইহাদের গান গেয়ে মেয়ে ভুলাতে হয়। যদি কোন পুরুষের কোন মেয়েকে বিবাহ করিতে ইচ্ছা হয় তাহা হইলে মেয়ের পিতা মাতার অমতে মেয়েটিকে في هون