পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্ত্যে আগমন হইতে দরমা প্রস্তুত করে ও মঞ্জিষ্ঠা নামক রং দ্বারা কাপড় ছোপাইয়া থাকে । চিরেত, এলাচি, তেজপত্র এখানে প্রচুর পরিমাণে জন্মায় । শালপানি, গন্ধুরী, হরীতকী, বহেড়া, আমলকী, বৃহতী, চাকুলা, গুলঞ্চ প্রভৃতি কবিরাজী গাছও এখানে পাওয়া যায়। গাজা এখানে প্রচুর পরিমাণে জন্মায় । এই সময় জ্যোতিৰ্ম্ময় বুথ, দেবসারথি মাতলি কর্তৃক চালিত হইয়া দেবগণের নিকট উপস্থিত হইল । দেবতারা তাদর্শনে সবিস্ময়ে কহিলেন, “একি ! একি ! মাতলি কোথা হইতে ।" মাতলি । প্রভো । আপনাদিগের অনুপস্থিতি নিবন্ধন স্বৰ্গরাজ্যে অরাজকত উপস্থিত হইয়াছে, পরিবারদিগের মধ্যে কান্নাকাটি পড়িয়াছে । সকলেই অল্প জপ পরিত্যাগ করিয়া শয়ন কবিয়া আছেন । তজ্জন্ত যুবরাজ জয়ন্ত আপনাদিগকে লইয়া যাইবার জন্য কলিকাতায় আমাকে পাঠাইয়াছিলেন । আমি সেখানে দেখা না পাইয়া এখানে আসিয়াছি (১) । দেবগণ তৎপ্রবণে অমনি উদ্বিগ্নচিত্তে রথে উঠিলেন, রথ যথা সময়ে স্বর্গে যাইয়া উপস্থিত হইল অমনি গুড়ুম গুড়ুম শব্দে কামানের (বক্সের ) শব্দ হইতে আরম্ভ হইল । (১) কয়েক বৎসর পূৰ্ব্বে অনেকেই সন্ধ্যার পর একটা আলোক নক্ষত্ৰবেগে যাইতে দেখিয়াছেন । সেই আলোক মাতলি-চালিত জ্যোতিৰ্ম্ময় রথের ।