পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্গ স্বর্গে আজ মহা ধূম । কারণ স্বর্গের দেবতার স্বর্গে ফিরিয়া আসিয়াছেন। বাড়ী বাড়ী উলু ও শম্বের ধ্বনি হইতেছে। রাস্তায় রাস্তায় আলো দিবার জন্য খুটাে পুতিতেছে। মেনকা উৰ্ব্বশী প্রভৃতি নর্তকীগণ দল বল সহ রাজবাড়ী ও ঠাকুরবাড়ী অভিমুখে চলিয়াছে। দলে দলে ব্রাহ্মণগণ আশীৰ্ব্বাদ করিতে বাহির হইয়াছেন। অবিশ্রান্ত গুডুম গুডুম শৰে কেল্লা হইতে কামান (বস্ত্র ) দাগ হইতেছে। প্রায় একলক্ষ বিরাণী হাজার কয়েদীকে জেলখানা হইতে ছাডিয়া দিবার জন্য যমের প্রতি হুকুমনাম বাহির হইয়াছে। ভূতোরা ফর্দ হন্তে বাড়ী বাড়ী গয়ার পাথরঘাট ও বৃন্দাবনের তিলকমাটি বিতরণ করিতে বাহির হইয়াছে। সেবিগণ স্বামী পাইয়া একদিকে যেমন আহ্নাতি৷ হইয়াছেন, তেমনি অপর দিকে তাহদের শরীরে লোণ লাগিয়া ব্যাধি প্রবেশ করায় উৎকণ্ঠিত হইয়াছেন এবং নিম-হলুদ মাখাইয়া দিতেছেন। বাটতে স্বস্ত্যয়ন আরম্ভ হইয়াছে। এই ঘটনার ৫৭ দিন পরে দেবরাজের আদেশে এবং গণেশের উদ্যোগে অমরাবতীতে একটা বৃহৎ সভাধিবেশনের উদ্যোগ হইতে লাগিল। রাস্তায় রাস্তায় নোটশ দেওয়া হইল এবং বাড়ী বাড়ী পত্র পাঠান হইল। নিৰ্দ্ধারিত দিবসে দেবগণ উপস্থিত হইতে লাগিলেন। মহিবারোহণে যম, হংস আরোহণে পদ্মযোনি, গরুড়ারোহণে নারায়ণ, বৃষপৃষ্ঠে পঞ্চানন, ইদুরের টমটমে গণেশ, ময়ূরের বগীতে কাৰ্ত্তিক, পুষ্পকরথে দেবরাজ এবং স্ব স্ব যান আরোহণে চন্দ্র, সূৰ্য্য, নক্ষত্র প্রভৃতি ছত্রিশ কোটী দেবগণ আসিয়া উপস্থিত হইলেন। দেবিগণেরও আবির্ভাব হইল। সিংহ আরোহণে ভগবতী, পেচক আরোহণে লক্ষ্মী, বীণা হন্তে বীণাপাণি, ডোমের স্বন্ধে শীতলা, বিড়াল আরোহণে ষষ্ঠ প্রভৃতি আসিলেন। পাতাল হইতে নাগগণ স্বালিয়া উপস্থিত হইতে লাগিলেন। এতদ্ভিন্ন নানাপ্রকার রোগ, যথা—জর, কলেরা, কারবাল, বহুমূত্র, বসন্তু প্রভৃতি জাসিয়া জুটিতে লাগিলেন। নোটাশ ষ্টে বৃষ্টি, বাল, ঝড়, মহাঝড় (সাইক্লোন ), অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলস্তম্ভ, ভূমিকম্প প্রভৃতি আসিলেন। ইনক, লাইসেন্স, চৌকিদার, রোডসেন্স, به ووية