পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন করিয়া ১৮৫৭ অঙ্গে রাণাঘাটের নিকটস্থ অনেকগুলি গ্রাম নষ্ট করি। তৎপরে ১৮৫৯ অবো কাচড়াপাড়ায় উপস্থিত হই। কাঁচড়াপাড়া ধ্বংস করিয়া গঙ্গা পার হই এবং হুগলীর উত্তর পূৰ্ব্বংশ ও বারাসত জেলা ধ্বংস করিয়া তৎপরে ১৮৫৯৬• অবো শাস্তিপুরে আমার শুভাগমন হয় । তথা হইতে ১৮৬৪ অন্ধে কৃষ্ণনগরে যাই । ১৮৬৭ অব্দ পর্য্যস্ত তথায় থাকিয়া নগরের একতৃতীয়াংশ লোক নষ্ট করিয়াছি। ভিঃ গুপ্তর মিকুশার ও স্বধাসিন্ধু প্রভৃতি কতকগুলি ঔষধ হইয়া আমার প্রতাপ একটু কমাইয়াছে। কিন্তু সম্পূর্ণরূপে সামলাইতে লোকের অনেককাল লাগিবে। এক্ষণে আপনার যদি বলেন ত পুনরায় একবার কোমর বাধিয়া লাগিব।” তখন পালা জর, হাম জর, বসন্ত প্রভৃতি রোগের “বেশ বেশ" শব্দ করিয়া কহিল, “আমরাও তোমার যথেষ্ট সাহায্য করিব।” ওলাউঠ উঠিয়া কহিলেন “আমি বুড়া হওয়ায় যদিও পূবোর স্তায় সামর্থ নাই, তথাপি প্রাচীন হাড়ে অার একবার লাগিয়া দেখিব।” অতিবৃষ্টি কহিল, “আমি অনবরত জল ঢালিয়া দেশ ভাসাইয়া দিব, তাহ হুইলে শস্ত নষ্ট হইয়া যাইবে ও লোক খাইতে না পাইয়া মারা যাইবে ।” শুক কহিল, “তোমার হাতে নিস্তার পাইয়াও যদি দুই একটী ক্ষেত্র বঁাচে, শশু পাকিবার পূৰ্ব্বে আমি শুকাইয়া দিব।” অগ্নিবৃষ্টি কহিল, “পৃথিবী ধ্বংসের আবার ভাবনা কি ? আমি মধ্যে মধ্যে এক এক স্থানে দেখা দিলে কূটট পর্ষ্যস্ত থাকিবে না।” জলস্তম্ভ কছিল “আমি যদি এক একবার দেখা দিই—যে দিক দিয়া যাইব ৫৭ মিনিটের মধ্যে বাড়ী ঘর ফরসা হইয়া পরিষ্কার রাস্ত হুইবে ।” ভূমিকম্প বলিল, “আমি যদি পাঁচ মিনিট একটু জোর ক’রে পৃথিবীকে নাড়া দিই, তাহা হইলে বাড়ী ঘরক্কোর, মানুষ, পশু, গাছপালা প্রভৃতির আর কোনও চিহ্নমাত্র থাকে না।” o এই সময় ট্যান্সের কহিল, “ধত রোগবালাই মর্ত্যে যাচ্চে ; চল আমরা এই সময় যাইয়া লোকগুলোকে চেপে চুপে ধরিগে, তাহা হইলে পরণের কাপড় ফেলে পালাবে।” - কাম কহিল, “আমি আর সম্পর্ক বিচার করিতে দিব না।” ক্রোধ कैश्लि, *जांशि निकृशांछु e हौशङा *र्षीख घफ़ेहेिद । उांश श्हेरन cश्वभ८१ब्र ८कांश थांबूe बूकि श्हेरद ** दिशा कश्ट्जिन, “श्रांत्रेि चश इहेरङ अ३िछांझरन ՔցՊԵր