পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्षझैँ দেখা দিব।” বুদ্ধি কছিলেন, “আমি আর স্ববুদ্ধিরূপে থাকিব না ।" লক্ষ্মী কহিলেন, “আমার অলক্ষ্মীই এখন ভারতে থাকিবে। সরস্বতী কহিলেন, “আমার দুষ্ট মূৰ্ত্তিই সকলের স্বন্ধে চাপিবে।” যষ্ঠ কহিলেন, “আমি আর সহজে ধনী লোককে ছেলে দিব না।” সৰ্পগণ কহিলেন, “পরীক্ষিতের যজ্ঞে দুই ভাগ ও পুরস্কারলোভী সাপমারাদিগের হাতে এক ভাগ দিয়া আমরা যে সিকি আছি, তাহাতেই যতদূর পারি পৃথিবীর লোকদিগকে দংশন করিব।” সাইক্লোন ( মহাঝড় ) কহিলেন, "তোমরা সকলেই নিশ্চিন্ত থাক, আমি মধ্যে মধ্যে এক এক প্রদেশে দেখা দিয়া চালচাপা, দেওয়ালচাপ ও নৌকাডুবি করিয়া লক্ষ লক্ষ প্রাণীকে চালান দিব।” দুর্ভিক্ষ কহিল, “বেশ বেশ-আমিও তোমার পশ্চাৎ পশ্চাৎ যাইয়া উপস্থিত হইব ।” শিৰ কহিলেন, “এখন হইতে আমি এমন নূতন নূতন রোগের স্বষ্টি কবি, যাহার নাম বা ঔষধ ডাক্তার কবিরাজেরা খুজিয়া পাইবেন না।” -- ইন্দ্র। পিতামহ ! এত লোক আসবে কিলে ? পিত। রেলগাড়ীতে অথবা ষ্টীমারে। রেলওয়ে ও ষ্টীমারে নিত্যই যেরূপ দুর্ঘটনা ঘটে—তাহাতে এক এক চালানে অনেক আদিতে পারিবে। যম। আমি তবে নরক সাফ করিগে। চিত্রগুপ্ত। আমার কিন্তু কতকগুলো অ্যাসিষ্ট্যান্ট চাই। এত হিসাব এক রাখিতে পারিব না। অনন্তর পিতামহ উঠিয়া কহিলেন—“দেবগণ ! আমরা মর্তে গমন করিয়া পুরোক্ত কারণে নিতান্ত অসন্তুষ্ট হইয়াছি বটে ; কিন্তু ইংরাজের রাজা শাসনপ্রণালী দর্শনে সন্তোষ লাভ করিয়াছি। ইংরাজ রাজ্যের তুলনায় আমাদের স্বৰ্গরাজ্যও তুচ্ছ মনে হয়। এমন কি, দেবরাজও কোনও কোনও বিবরে ইংরাজরাজের অনুকরণ করিতে ইচ্ছা প্রকাশ করিয়াছেন। আশীৰ্ব্বাদ কৰি—ইংরাজরাজা চিরস্থায়ি হউক।” ওখন নারায়ণ সভাপতিকে ধন্যবাদ দিবার প্রস্তাব করিলেন এবং ইক্স সেই প্রস্তাব সমর্থন করিলেন। “হরি” “হবি" শৰে সভাভঙ্গ হইল। ( শিবমস্তু ) গ্রন্থ সমাপ্ত