পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন সহ করতে হয় ; অতএব সে জন্ত তোমার অভিমান করা অন্যায় । এক্ষণে গায়োখান কর, ট্রেণ মিস্ হলে আর আগ্রায় যাওয়া হবে না। এই কথাতে নারায়ণ দীর্ঘনিশ্বাস পরিত্যাগপূর্বক ব্যাগ হন্তে লইয়া গাত্ৰোখান করিলেন এবং সকলে একাযোগে বৃন্দাবন হইতে মথুরা ষ্টেশনে যাইয়া টুওলার টিকিট লইয়া ট্রেণে উঠিলেন, ট্রেণ স্থপাছপ শব্বে দ্রুতবেগে ছুটিতে লাগিল । ব্ৰহ্মা। বাঃ ! এ গাড়িগুলি যেমন দেখতে স্বন্দর, তেমনি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং দ্রুতগামী । এ কোন দলের বরুণ ? বরুণ। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী-নামক এক দলের। ইহাদের লাইন অন্যান্য দল অপেক্ষা অনেক দূর বিস্তৃত এবং ইহাদের অধীনে অনেক লোকজনও খাটিতেছে ও কল-কারখানা চলিতেছে । দেবগণ গাড়ির চতুর্দিকে চাহিয়া দেখেন—বাঙ্গাল, ইংরাজী ও হিন্দি বড় বড় অক্ষরে লেখা রহিয়াছে—প্রত্যেক বেঞ্চে পাঁচজনের বেশী বসিতে পারিবে না ’ তদর্শনে তাহার কোম্পানীকে যথেষ্ট প্রশংসা করিতে লাগিলেন এবং মনে মনে ভাবিলেন, কলিকাতা পৰ্য্যন্ত আরামে যাইতে পরিবেন । ক্রমে ট্রেণ টুওলায় আসিয়া পন্থছিল, দেবগণ অল্পসময় তথায় থাকিলেন । র্তাহারা দেখিলেন এখানে কয়েকজন বাঙ্গালী-বাবু থাকায় রিডিংক্লাব প্রভৃতি প্রতিষ্ঠিত হইয়াছে। তাহারা অল্পসময়ের মধ্যে টুগুলা দেখিয়া তথা হইতে ব্রাঞ্চ রেলে আগ্রায় চলিলেন। আগ্রা দেবগণ ষ্টেশন হইতে বাহির হইবামাত্র ব্রহ্মা কহিলেন, “উঃ বাবা! বরুণ ! ওটা কি গ্রাম—যার অত বড় লম্বা চওড়া প্রাচীর, আর তার গায়ে ফুটো ফুটো ?” বরুণ । উহা আগ্রা ফোর্ট। এই নগর আকবর বাদশার রাজধানী ছিল বলিয়া আগ্রা নাম হইয়াছে । ইন্দ্র । বেলা হয়েছে, চল আমরা অগ্ৰে স্নান আহার করি, পরে প্রাণ ভরে আগ্রা দেখা যাবে। আহা ! আহারটা প্রত্যহ না থাকতো ! নারা । এ সমস্ত দেখলে আর ক্ষুধা থাকে না । কেউ আমাদের জন্য অন্নব্যঞ্জন প্রস্তুত করে রাখতো, তা হলে চট করে চারটি খেয়ে নিয়ে সমস্ত দিন টো টো করে দেখে বেড়াতাম । ግፀ