পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাগ্রা বরুণ । এই মসজিদে ৪ • ফিট পরিধি-বিশিষ্ট একখানি মাত্র শ্বেতপাথরের সিংহাসন ছিল। তাহাতে উপবেশন করিয়া আকবর বাদশা প্রত্যহ স্বান। করিতেন। সিংহাসনখানি এত সুন্দর যে, রাজপ্রতিনিধি লর্ড হেষ্টিংস দেখিয়া চমৎকৃত হয়েন এবং চতুর্থ জর্জকে উপঢৌকন দিবার জন্য বিলাতে প্রেরণ করেন । + ইন্দ্র। কার ধন কে কাকে উপঢৌকন দেয় । এখানে আর কি আছে ? বরুণ। এক্ষণে আর কিছু নাই। তবে একসময় জাহাঙ্গীরের বিখ্যাত পানপাত্র এইস্থানে ছিল। উহা অতি চমৎকার বহুমূল্য মণি-মুক্তারঘারা স্থসজ্জিত করা ছিল। পানপত্রিটি ইংরাজ রাজপুরুষেরা কলিকাতা মিউজিয়ামে লইয়া গিয়া রাখিয়াছেন। এখানে একটি বৃহৎ কামান ছিল । লোকে বলে উহা মহাভারতের বীরপুরুষগণের । সে কামানটিও বিলাতে প্রেরিত হইয়াছে। ইন্দ্র। দুই একটা দ্রব্য দেখে বিলাতের লোকের কি কৌতুহল চরিতার্থ হবে ? এই মতি-মসজিদটি যদি সমগ্র পাঠান হইত, তাহা হইলে তাহারা চমৎকৃত হইতেন এবং ভারতবাসীদিগের কারিগরি ও বুদ্ধিবৃত্তিরও কিছু পরিচয় পাইতেন। বরুণ। তাহার যে যো নাই। নচেৎ রাজপুরুষেরা সমস্ত আগ্রাকে ইংলণ্ডে উঠাইয়া লইয়া যাইতেন । ইহার পর দেবগণ বাসায় প্রত্যাগমন করেন। আলিবার সময় বরুণ কহিলেন, “দেখুন পিতামহ ! কেল্লার ঐ যে স্থানটা দেখা যাচ্চে, ঐ স্থানের উপর হইতে নীচে একটি ভয়ানক গহ্বর গিয়াছে। গহবরের তলা যে কোথায়, অস্থাপি তাহা স্থির হয় নাই। কোন ব্যক্তি হত্যাপরাধে অপরাধী হইলে সম্রাটেরা তাহাকে ঐ গহবরের মধ্যে নিক্ষেপ করিতেন।” ইহার পর দেবগণ বাসায় আসিয়া শয়ন করিলেন । শয়ন করিয়া তাহাদিগের সাংসারিক অনেক কথোপকথন হইতে লাগিল। ব্ৰন্ধা কহিলেন, "কৃষাণ বেটাকে খন্দগুলো ক্ষেতে ছড়ায়ে দিতে বলে এসেছি—দেয় তো ভাল—নচেৎ অনেক ক্ষতি হইবে। মর্ত্য হতে ফিরে গিয়ে চণ্ডীমণ্ডপখান উচু করে ছাওয়াব মনে করেছি, কিন্তু উলুর ষে দর—কি করি কিছু স্থির করতে পারুচিনে।” তাহাজের বাসায় সন্নিকটে সেই দিন এক মুসলমানের বাড়িতে বেছিল, বাস্তুকরেরা সমস্ত রাজি একঘেষে বাজাইয়া দেবগণকে বড় বিরক্ত করিতে লাগিল । ዓቕ