পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন প্রতিষ্ঠিত। তিনি কলিকাতা হইতে কারিগর আনাইয়া এই মূৰ্ত্তি নিৰ্মাণ করাইয়াছিলেন । • * ইহার পর দেবগণ বাসায় আসিয়া উচ্ছে আলু ভাতে ভাত এবং বুটের ডাল রাধিয়া আহার করেন এবং আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিয়া সকলে নগরভ্রমণে বহির্গত হন। পথে যাইতে যাইতে বরুণ কহিলেন “পিতামহ । ওটা কি বলুন দেখি ?" ব্ৰহ্মা । বলতে পারি নে। বরুণ । কট্‌লিখার খাল (লাহোর ) । উহা বিজ্ঞানবিদ কটুলি খনন করাইয়া হরিদ্বার হইতে কানপুর পর্য্যন্ত আনিয়াছিলেন। কেন, স্মরণ নাই ? হরিদ্ধার তো আপনাকে দেখাইয়াছি। ব্ৰহ্মা ‘হঁ্যা হঁ্যা—বিস্মৃত হইয়াছিলাম ।’ এই কথা বলিয়া সকলে ময়দার কলঘরের নিকট যাইয়া উপস্থিত হইলেন । ইন্দ্র । ঠাকুরদা ! মর্ত্যে এসে যা দেখছেন, যা শুনচেন, তাতেই আশ্চৰ্য্য হচ্চেন। বুড়ো হয়ে উহার বুদ্ধিভ্রংশ হইয়াছে, নচেৎ স্বয়ং এই বিশ্বসংসার স্থষ্টি করিয়া মহন্তকুত সামান্ত সামান্ত কল-কারখানা দেখে এত বিস্মিত হইবেন কেন ? ব্ৰহ্মা ! এ তোমার অন্যায় কথা ভাই ! বিবেচনা কর, এক ব্যক্তি একটি বাগান নিৰ্ম্মাণ করিয়া তাহাতে নানাবিধ ফলফুলের গাছ স্বহস্তে রোপণ করিল। কালক্রমে বৃক্ষগুলি বৃহৎ হইলে চারিদিক হইতে নানাবিধ কীটপতঙ্গ এবং পশুপক্ষী আসিয়া আশ্ৰয় লইতে লাগিল, মধুমক্ষিকার ক্ষুদ্র ক্ষুদ্র গাছে মৌচাক এবং বাবুইপক্ষীতে তালগাছে কুলায় নিৰ্ম্মাণ করিল। এখন বাগানের মালিক কি স্বহস্তে নির্মিত বাগান বলিয়া মৌচাক দেখিয়া আশ্চৰ্য্যাম্বিত হইবে না ? না—বাবুইপক্ষীর বাসা দেখিয়া বাহবা দিবে না ? যাহা হউক, কলঘরে অনেকগুলি লোক প্রতিপালন হইতেছে। * বরুণ। অনেকগুলি লোক প্রতিপালন হচ্চে সত্য , কিন্তু অনেক ময়দ৮ বিক্রেতার অল্প মারা গিয়েছে । ইন্দ্র । কেন ? বরুণ । কলের ময়দা একে পরিষ্কার, তাহাতে সন্ত । 荔8