পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন দর্শকগণ ও দেবগণও আশ্চৰ্য্যাম্বিত হইলেন। তাহার পর কালকা ও কেদার মৃত্য গীত আরম্ভ করিল। ইহারাও বিখ্যাত নাচিয়ে গাইয়ে। ক্রমে সঙ্গীতসভা ভঙ্গ হইলে দেবতারা বাসায় প্রত্যাগমন করিলেন, আসিতে আসিতে দেবরাজ কহিলেন “আমার একান্ত সাধ, ঐ কয় ব্যক্তিকে স্বর্গে লইয়া যাই । কারণ, আমরা যেখানে সেখানে যাইয়া সঙ্গীতাদি শুনিতে পারি, পরাধীন দেবীর। ত আর তা পারেন না। যে দিন সঙ্গীত হইবে, আমি পান্ধী পাঠাইয়া বৈকুণ্ঠ প্রভৃতি হইতে দেবীগণকে আনাইব । বরুণ, বল দেখি–এদের লইয়া যাইতে কি খরচা পড়ে ?” ব্ৰহ্মা । ওসব কাজে আমি বড় চটা । সামান্য আমোদে অর্থব্যয় কেন বল দেখি ? বরং ঐ টাকাতে দশজন গরীবকে প্রতিপালন কর, দেশের যাতে উন্নতি হয় তাহার চেষ্টা দেখ । যে দেশে যাত্রা, থিয়েটার, বাইনাচের বেশী প্রাচুর্ভাব, সে দেশ ত উৎসন্ন যেতে বসেছে। দেখ, মর্ত্যলোকে রাজা, প্রজা, গাইয়ে, বাজিয়ে কেহই চিরদিন থাকিবে না, সময়ে সকলকেই মরিতে হইবে। ইহার স্বর্গে যাইলে ত স্থলভ মূল্যে ও অল্পব্যয়ে নৃত্য গীত শুনিতে পাইবে । ইন্দ্র। সত্য ; কিন্তু ইহারা পাপ পুণ্যের ফলাফল জন্য স্বর্গে যাইবে কি নরকে যাইবে, তাহার নিশ্চয় কি ? - পরদিন প্রাতে দেবগণ বারাণসীবাগ দেখিতে চলিলেন। ঐ স্থানে একটি উংকৃষ্ট শ্বেত পাথরের রাস্তা আছে। রাস্তার উপর জুতা পায়ে দিয়া যাইতে মায়া হয় । দেবতারা বিস্মিত হইয়া যাইতে যাইতে একটি উৎকৃষ্ট বাড়ী দেখিয়া অধিকতর বিস্মিত হইলেন। তখন বরুণ কহিলেন, “পিতামহ ! এই বাড়ীটি নিৰ্ম্মাণ করিতে ত্রিশ ক্রোর টাকা ব্যয় হইয়াছিল।” ক্রমে সকলে ভিতরে প্রবেশ করিয়৷ নানাপ্রকার প্রতিমূৰ্ত্তি ও বৃক্ষ লতা দেখিয়া আশ্চৰ্য্যান্বিত হইলেন এবং প্রত্যেকে নানাপ্রকার পুষ্পের বীজ অপহরণ করিতে লাগিলেন ৯ বারাণসীবাগ হইতে সকলে এক দিকে যাইতেছেন, এমন সময়ে নারায়ণ একস্থানে উপস্থিত হইয়া কহিলেন, “বরুণ! সম্মুখে ঐ প্রকাও বাড়ীটা কি ?” বরুণ । উহা লা মার্টিন কলেজ। ঐ কলেজে ইংরাজ-বালকেরা বিদ্যা শিক্ষা

  • চুরি করা মহাপাপ ; কিন্তু ঋষিগণ কহেন, “দেবতার পুজার্থে পুষ্প অপহরণে

পাপ নাই ।” যদি বলেন “দেবগণের আবার দেবপূজা কি ?” তা নয়, তাহারাও পরস্পর পরম্পরের পূজা করিয়া থাকেন। 命8