পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন দারেরা তাহারই পরামর্শ-অনুসারে চলিয়া থাকেন। ১৮৫৭ খৃষ্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় দক্ষিণারঞ্জন ইংরাজদিগের অনেক সাহায্য করিয়াছিলেন। এইজন্ত বড় লাট লর্ড ক্যানিং জাহাকে একটি জাইগীর ও রাজা উপাধি প্রদান করেন। রাজা দক্ষিণারঞ্জনের দ্বারা অনেক হিতকর কার্য্য সাধিত হইয়াছে ৷ * এমন সময়ে পশ্চাদিকে গাড়ীর শব্দ শুনিয়া দেবগণ রাস্তার এক পার্শ্বে সরিয়া দাড়াইলেন। একখানি যুড়ী তাহদের নিকট দিয়া চলিয়া গেল। গাড়ীতে দুইজন ম ত্ৰ লোক পাশাপাশি বসিয়াছিলেন । বরুণ কহিলেন, “পিতামহ, আমি যে রাজা দক্ষিণারঞ্জনের কথা বলিতেছিলাম, গাড়ীতে ঐ যে উষ্ণীষধারী ব্যক্তিকে দেখিলেন, উনিই তিনি।” ইন্দ্র । ঠিক ! বাণী ভুলাইবারই রূপ বটে ! বরুণ। আর উহারই দক্ষিণভাগে উপবিষ্ট যে ব্যক্তিকে দেখিলেন, উহার নাম রাজকুমার সর্বাধিকারী । উনি ক্যানিং কলেজের একজন অধ্যাপক। ইংরাজী, সংস্কৃত প্রভৃতি ভাষায় ও ইতিহাস, গণিত প্রভৃতি নানা শাস্ত্রে উহার প্রগাঢ় পাণ্ডিত আছে। কলিকাতার সংস্কৃত কলেজে ব্রাহ্মণ-বৈষ্ঠেতর জাতির ছাত্রেরা প্রবেশাধিকার পাইলে, উনিই উক্ত কলেজের প্রথম কায়স্থ ছাত্র । স্বীয় প্রতিভাবলে উনি কলেজের ছাত্রগণের শীর্ষস্থান অধিকার করিয়াছিলেন । উহার গুণে মুগ্ধ হইয়া রাজা দক্ষিণারঞ্জন উহাকে লক্ষ্ণৌত্র আনিয়া বাস করান। এখানে উহারও যথেষ্ট সম্মান আছে + ক্রমে দেবগণ চকে যাইয়া উপস্থিত হইলেন । চক দেখিয়া স্বষ্টিকৰ্ত্তার মুখ হইতে “এটা কি, ওটা কি” বোল বন্ধ হয়ে গেল । নারায়ণ এবং ইন্দ্র প্রশ্ন জিজ্ঞাসা করিতে স্থিত হইয়া কেবল একদৃষ্টি চাহিতে লাগিলেন। ব্রহ্মা । বরুণ ! পথে তামাক খাইবার জন্য গোটাকত মাটির নল লাগান

  • ১৮৮৭ সালে ইহার মৃত্যু হইয়াছ ।

} ইনি পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ঠাকুর আইনের অধ্যাপক হইয়া কলিকাতায় আসেন, তার লক্ষ্মেীএ ফিরিয়া যান নাই। রায় বাহাদুর কৃষ্ণদাস পালের মৃত্যুর পর ইনি হিন্দু পেট্রিয়ট কাগজের সম্পাদক ও ব্রিটিশ ইণ্ডিয়ান এসোসিয়েশনের সেক্রেটারি হন। ইহার গুণের পুরস্কারস্বরূপ গবর্ণমেণ্ট ইহাকে রায় বাহাদুর উপাধি প্রদান করেন। ১৯১১ খৃষ্টাব্দে ইহার মৃত্যু হইয়াছে। "bψο