পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশী ব্রন্ধ। কাশী আসিয়া অগ্রে কুমারী ভোজন করান কৰ্ত্তব্য। কিন্তু অপরিচিত স্থানে আমরা কুমারী অন্বেষণ করিয়া কোথায় পাইব । যাত্রাওয়ালা নিকটে ছিল, কহিল “আপনারা আমার সঙ্গে আস্থন আমি কুমারী সংগ্ৰহ করিয়া দিতেছি ।” দেবগণ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। যাইতে যাইতে ইন্দ্ৰ কহিলেন “পিতামহ ! কাশী আসিয়া অগ্ৰে কুমারী ভোজন করান উচিত কেন ?” ব্ৰহ্মা।. এক সময় দেবাদিদেব মহাদেব ৬ হাজার বৎসর জন্য কুশৰীপস্থিত মন্দর-পৰ্ব্বতে যাইয়া অবস্থিতি করেন। ঐ সময়ে কাশীতে রাজা না থাকায় অত্যন্ত অমঙ্গল ঘটিতে থাকে। তখন দিবোদাস সংসার পরিত্যাগ করিয়া কাশীবাসী হইয়াছিলেন। প্রজারা তাহাকে উপযুক্ত দেখিয়া রাজা করে। ওদিকে ৬• হাজার বৎসর গত হইলে সদাশিব আনন্দকানন (কাশী ) বিরহে অত্যন্ত কাতর হইলেন , কিন্তু রাজ্যের এমনি লোভ, দিবোদাস র্তাহাকে সিংহাসন ছাড়িয়া দিলেন না । শিব দেখিলেন দিবোদাসের পাপসংঘটন ব্যতিরেকে তাহাকে কাশী হইতে বিদায় করিতে পারেন না, অতএব তিনি অনেক বিবেচনার পর চৌধটি যোগিনীকে এই আজ্ঞা করিলেন “তোমরা কুমারী বেশে কাশী যাইয়া গোপনে দিবোদাসের পাপ অনুসন্ধান কর।” যোগিনীগণ কুমারী বেশে কাশী আসিয়া ঘরে ঘরে অনুসন্ধান করিতে লাগিলেন, কিন্তু কুত্ৰাপি পাপের কোন সন্ধান পাইলেন না। এই প্রকারে অধিক দিন কাশীতে থাকায় তাহদের মায়া বসিয়া যায় ও এই স্থানেই বাস করিতে থাকেন। ওদিকে শিব বিবিধ উপায়ে কাশী প্রাপ্ত হইয়া যখন নগরে প্রবেশ করেন, যোগিনীগণ যাইয় তাহার চরণধারণ পূৰ্ব্বক লজ্জায় অবনত-মস্তকে রোদন করিতে লাগিলেন । সদাশিব হাস্ত করিয়া কহিলেন “তোমাদের ভয় নাই, তোমরা আমার কাজে অকৃতকাৰ্য্য হইয়াও যখন অন্যত্র না পলাইয়া আমার প্রিয় কাশীতেই বাস করিতেছ, তখন সন্তোষের সহিত এই বর দিতেছি যে, অতঃপর যে কোন যাত্রী কাশীতে আসিবে অগ্রে তোমাদের উদ্দেশে কুমারী ভোজন করাইবে । কুমারী ভোজন না করাইলে আমি তাহার পূজা গ্রহণ করিব না।” দেবগণ যাত্রাওয়ালার সাহায্যে কয়েকটি কুমারী পাইয় তাহাদিগকে ভোজন করাইলেন। বলা আৰপ্তক, যাত্রাওয়ালা কুমারীর সংখ্যা - অল্প পাওয়ায় } e \o