পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন কয়েকটি কুমারকে ভেজাল দিয়াছিল। দেবগণ সেটা আর ধরিতে পারেন নাই । কুমারী ভোজন শেষ হইলে ব্রহ্মা কহিলেন “চল আমরা ঢুক্তিরাজ গণেশের পূজা করিয়া আসি তাহার পূজা না করিয়া বিশ্বেশ্বর দর্শন করা উচিত নহে,” বলিয়া সকলে সেই দিকে চলিলেন । ইন্দ্র। পিতামহ ! ঢুণ্ডিরাজ গণেশের পূজা না করিয়া বিশ্বেশ্বর দর্শন করা উচিত নহে কেন ? - ব্ৰহ্মা । দিবোদাসের পাপ অন্বেষণ জন্য শিব গণেশকেও গণক সেজে ঘরে ঘরে অন্বেষণ করিতে পাঠাইয়াছিলেন । তিনিও পাপের কোন অনুসন্ধান পান নাই। বরং অধিক দিন কাশীতে বাস করিয়া মায়া বসিয়া যায় ও আসল কাজ বিস্তৃত হন। মহাদেব বিবিধ উপায়ে কাশী প্রাপ্ত হইয়া প্রবেশ করিয়া দেখেন, গণেশ ঘর দ্বার বেঁধে বসে বসে, লাড়ু খাচ্চেন । তিনি তদর্শনে হাস্যপূর্বক কহেন “দেখ গণেশ ! তুমি আমার কার্ঘ্যে অপারক হইয়াও যখন অন্যত্র না পলাইয়া আমার প্রিয় কাশীতেই আছ, তখন এই বর দিতেছি যে, অতঃপর যে কোন যাত্রী কাশীতে আসিবে অগ্রে তোমাকে তিলের লাডু দিয়া পূজা করিবে । তোমার পূজা নাকরিলে আমি তাহার পূজা গ্রহণ করিব না।” দেবগণ একটি গলির প্রবেশমুখে ঢুণ্ডি গণেশের দেখা পাইলেন এবং তাহারা পূজা করিয়া, “বোম হর হর শা করিতে করিতে বিশ্বেশ্বরের বাটিতে যাইয়৷ উপস্থিত হইলেন । এই সময়ে শিব সন্ন্যাসিবেশে সন্ন্যাসিদলে মিশিয়া গাজা থাইতেছিলেন । দেবগণকে দেখিয়া সসন্ত্রমে গাত্ৰোখান করিয়া নিকটে আসিলেন এবং পিতামহের হস্ত ধরিয়া দেবগণসহ পরম আহলাদে মন্দির মধ্যে প্রবেশ করিলেন। তথা হইতে মুড়ঙ্গ-পথে প্রবেশ করিয়া এক আশ্চৰ্য্য বৈঠকখানা-গৃহে সকলকে লইয়া যাইলেন । এদিকে যাত্রাওয়ালা, ইহারা কোথায় গেলেন, না জানিতে পারায় খুজে খুজে হায়রাণ হইতে লাগিল । নারা। মেজদা, আপনি তখন মর্ত্যে আসিতে চান নাই,—এই ভ এসেছেন ! শিব। কাশী কি ভাই মর্ত্য ? আমি ত এখানে অষ্টপ্রহরই আছি! আমার > * 8