পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ન્ટ দেবী চৌধুরাণী ত্র । তাই ত ? এতে কি আছে ? r - কলসীতে ব্ৰজেশ্বর হাত পুরিয়া তুলিল—মোহর। কলসী মোহরে পরিপূর্ণ ব্র। এগুলি কিসে ঢালিয়া রাখিব ? দেবী। ঢালিয়া রাখিবেন কেন ? এগুলি সমস্তই আপনাকে দিয়াছি । ত্র। কি ? & দেবী । কেন ? ব্র । কত মোহর আছে ? দেবী । তেত্রিশ শ । ব্র । তেত্রিশ শ মোহরে পঞ্চাশ হাজার টাকার উপর। সাগর আপনাকে টাকার কথা বলিয়াছে ? দেবী। সাগরের মুখে শুনিয়াছি, আপনার পঞ্চাশ হাজার টাকার বিশেষ প্রয়োজন। ব্র । তাই দিতেছেন ? দেবী। টাকা আমার নহে, আমার দান করিবার অধিকার নাই। টাকা দেবতার, দেবত্র আমার জিন্ম। আমি আমার দেবত্র সম্পত্তি হইতে আপনাকে এই টাকা কর্জ দিতেছি । ব্র। আমার এ টাকার নিতান্ত প্রয়োজন পড়িয়াছে—বোধ হয়, চুরি ডাকাতি করিয়াও যদি আমি এ টাকা সংগ্ৰহ করি, তাহা হইলেও অধৰ্ম্ম হয় না ; কেন না, এ টাকা নহিলে আমার বাপের জাতি রক্ষা হয় না । আমি এ টাকা লইব । কিন্তু কবে পরিশোধ করিতে হইবে ? দেবী। দেবতার সম্পত্তি, দেবতা পাইলেই হইল। আমার মৃত্যুসংবাদ শুনিলে পর o ঐ টাকার আসল আর এক মোহর সুদ দেবসেবায় ব্যয় করিবেন। ... . . ত্র । সে আমারই ব্যয় করা হইবে । সে আপনাকে ফঁাকি দেওয়া হইবে । আমি ইহাতে স্বীকৃত নহি । a. w দেবী । আপনার যেরূপ ইচ্ছা, সেইরূপে পরিশোধ করিবেন। ত্র। আমার টাকা যুটিলে আপনাকে পাঠাইয়া দিব । দেবী। আপনার লোক কেহ আমার কাছে আসিবে না, আসিতেও পারিবে না। ত্র। আমি নিজে টাকা লইয়া আসিব । দেবী। কোথায় আসিবেন ? আমি এক স্থানে থাকি না। ব্র। যেখানে বলিয়া দিবেন।