দ্বিতীয় খণ্ড-দশম পরিচ্ছেদ - ఫి: | ষেরূপে খরচ করতাম, আপনিও সেইরূপ করিবেন। আমি কাশী গিয়া বাস করিব, মানস করিয়াছি। - : , ভবানী। কেবল তোমার ধনেই কি সকলে তোমার বশ ? তুমি রূপে যথার্থ রাজরাষ্ট্র-গুণে যথার্থ রাজরাণী। অনেকে তোমাকে সাক্ষাৎ ভগবতী বলিয়া জানে—কেন না, তুমি সন্ন্যাসিনী, মার মত পরের মঙ্গল কামনা কর, অকাতরে ধন দান কর, আবার ভগবতীর মত রূপবর্তী। তাই আমরা তোমার নামে এ রাজ্য শাসন করি—নহিলে আমাদের কে মানিত ? - দেবী । তাই লোকে আমাকে ডাকাইতনী বলিয়া জানে—এ অখ্যাতি মরিলেও যাবে না । ভবানী। অখ্যাতি কি ? এ বরেন্দ্রভূমে আজি কালি কে এমন আছে যে, এ নামে লজ্জিত ? কিন্তু সে কথা যাকৃ—ধৰ্ম্মাচরণে সুখ্যাতি অখ্যাতি খুজিবার দরকার কি ? খ্যাতির কামনা করিলেই কৰ্ম্ম আর নিষ্কাম হুইল কৈ ? তুমি যদি অখ্যাতির ভয় কর, তবে তুমি আপনার খুজিলে, পরের ভাবিলে না। আত্মবিসর্জন হইল কৈ ? দেবী । আপনাকে আমি তর্কে অঁাটিয়া উঠিতে পারিব না—আপনি মহামহোপাধ্যায়, —আমার স্ত্রীবুদ্ধিতে যাহা আসিতেছে, তাই বলিতেছি—আমি এ রাণীগিরি হইতে অবসর হইতে চাই। আমার এ আর ভাল লাগে না। ভবানী । যদি ভাল লাগে না—তবে কালি রঙ্গরাজকে ডাকাইতি করিতে পাঠাইয়াছিলে কেন ? কথা যে আমার অবিদিত নাই, তাহা বলা বেশীর ভাগ । - দেবী । কথা যদি অবিদিত নাই, তবে অবশ্য এটাও জানেন যে, কাল রঙ্গরাজ ডাকাইতি করে নাই—ডাকাইতির ভাণ করিয়াছিল মাত্র । ভবানী । কেন ? তা আমি জানি না, তাই জিজ্ঞাসা করিতেছি । দেবী । একটা লোককে ধরিয়া আনিবার জন্ত । ভ। লোকটা কে ? - দেবীর মুখে নামটা একটু বাধ বাধ করিল—কিন্তু নাম না করিলেও নয়—ভবানীর সঙ্গে প্রতারণা চলিবে না। অতএব অগত্যা দেবী বলিল, “তার নাম ব্রজেশ্বর রায় ।” ভ। আমি তাকে বিলক্ষণ চিনি। তাকে তোমার কি প্রয়োজন ? দেবী। কিছু দিবার প্রয়োজন ছিল। তার বাপ ইজারাদারের হাতে কয়েদ যায়। কিছু দিয়া ব্রাহ্মণের জাতিরক্ষা করিয়াছি ।
পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।