পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"ভi"ভাল কর নাই। হরকল্পগু রায় অতি পাষণ্ড মারিয়াছিল—তার জাতি যাওয়াই ভাল ছিল। - দেবী শিহরিল। বলিল, “সে কি রকম " " 。 : 、 リ。"、" ভ। তার একটা পুত্রবধুর কেহ ছিল না, কেবল বিধবা মা ছিল । হরবল্লভ সেই গরিবের বাঙ্গী অপবাদ দিয়া বউটাকে বাড়ী হইতে তাড়াইয়া দিল। দুঃখে বউটার ম৷ মরিয়া গেল । - • , , দে। আর বউটা ? ভ। শুনিয়াছি, খাইতে না পাইয়৷ মরিয়া গিয়াছে। দেবী । আমাদের সে সব কথায় কাজ কি ? আমরা পরহিত-ব্রত নিয়েছি, যার দুঃখ দেখিব, তারই কুখ মোচন করিব। ভ। ক্ষতি নাই। কিন্তু সম্প্রতি অনেকগুলি লোক দারিদ্র্যগ্রস্ত—ইজারাদারের দেীরাত্ম্যে সৰ্ব্বস্ব গিয়াছে। এখন কিছু কিছু পাইলেই, তাহারা আহার করিয়া গায়ে বল পায়। গায়ে বল পাইলেই, তাহারা লাঠিবাজি করিয়া আপন আপন স্বত্ব উদ্ধার করিতে পারে। শীঘ্র একদিন দরবার করিয়া তাহাদিগের রক্ষা কর । দে। তবে প্রচার করুন যে, এইখানেই আগামী সোমবার দরবার হইবে । ভ। না। এখানে আর তোমার থাকা হইবে না। ইংরেজ সন্ধান পাইয়াছে, তুমি এখন এই প্রদেশে আছ। এবার পাঁচ শত,সিপাহী লইয়া তোমার সন্ধানে আসিতেছে। অতএব এখানে দরবার হইবে না। বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে, প্রচার করিয়াছি। সোমবার দিন অবধারিত করিয়াছি। সে জঙ্গলে সিপাহী যাইতে সাহস করিবে না-করিলে মারা পড়িবে। ইচ্ছামত টাকা সঙ্গে লইয়া, আজি বৈকুণ্ঠপুরের জঙ্গলে যাত্রা কর। দে ৷ এবার চলিলাম। কিন্তু আর আমি এ কাজ করিব কি না সন্দেহ । ইহাতে আর আমার মন নাই । * w এই বলিয়া দেবী উঠিল। আবার জঙ্গল ভাঙ্গিয়া বজরায় গিয়া উঠিল। বজরায় উঠিয় রঙ্গরাজকে ডাকিয়া চুপি চুপি এই উপদেশ দিল, “আগামী সোমবার বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে । এই দণ্ডে বজরা খোল—সেইখানেই চল—বস্তৃকন্দাজদিগের সংবাদ দাও, দেবীগড় হইয়া যাও–টাকা লইয়া যাইতে হইবে। সঙ্গে অধিক টাকা নাই।” তখন মুহূৰ্ত্ত মধ্যে বজরার মাস্তলের উপর তিন চারিখানা ছোট বড় সাদা পাল বাতাসে ফুলিতে লাগিল ; ছিপখানা বজরার সামনে আসিয়া বজরার সঙ্গে বাধা হইল। তাহাতে ঘাট খানৰা আপনার কোইনের জাতি