BBBB BBBS BB BBB BB BBB BB BBB BBB BB BBBB BB S করিবার অধিকুর নাই। কিন্তু আজ তোমার সঙ্গে তোমার স্বামী—তাঁর জন্তেও ভাবিলে ना ?” go , , , , ; , - দেবী। ভাবিয়াছি ভগিনি ! ভাবিয়া কিছু করিতে পারি নাই। জগদীশ্বর মাত্র ভরসা। যা হইবার, হইবে। কিন্তু যাই হউক নিশি–এক কথা সার। আমার স্বামীর প্রাণ বঁাচাইবার জন্য এত লোকের প্রাণ নষ্ট করিবার আমার কোন অধিকার নাই। আমার স্বামী আমার বড় আদরের—তাদের কে ? নিশি মনে মনে দেবীকে ধন্য ধন্য বলিল। ভাবিল, “এই সার্থক নিষ্কাম ধৰ্ম্ম শিখিয়াছিল। ইহার সঙ্গে মরিয়াও সুখ ।” নিশি গিয়া, সকল কথা ব্ৰজেশ্বরকে শুনাইল। ব্ৰজেশ্বর প্রফুল্পকে আর আপনার স্ত্রী বলিয়া ভাবিতে পারিল না ; মনে মনে বলিল, “যথার্থ দেবীই বটে। আমি নরাধম! আমি আবার ইহাকে ডাকাইত বলিয়া ভৎসনা করিতে গিয়াছিলাম।” এদিকে পাঁচ দিক্ হইতে পাঁচখানা ছিপ আসিয়া বজরার অতি নিকটবৰ্ত্তী হইল। প্রফুল্ল সেদিকে দৃকপাতও করিল না, প্রস্তরময়ী মূৰ্ত্তির মত নিম্পন্দ শরীরে ছাদের উপরে বসিয়া রহিল। প্রফুল্ল ছিপ দেখিতেছিল নৃ-বরকন্দাজ দেখিতেছিল না। দূর আকাশপ্রান্তে তাহার দৃষ্টি। আকাশপ্রান্তে একখানা ছোট মেঘ, অনেকক্ষণ হইতে দেখা দিয়াছিল। প্রফুল্ল তাই দেখিতেছিল। দেখিতে দেখিতে বোধ হইল, যেন সেখান একটু বাড়িল ; তখন “জয় । জগদীশ্বর?” বলিয়া প্রফুল্ল ছাদ হইতে নামিল। প্রফুল্লকে ভিতরে আসিতে দেখিয়া, নিশি জিজ্ঞাসা করিল, “এখন কি করিবে ?” প্রফুল্ল বলিল, “আমার স্বামীকে র্যাচাইব।” : নিশি। আর তুমি ? দেবী। আমার কথা আর জিজ্ঞাসা করিও না। আমি যাহা বলি, যাহা করি, এখন তাহাতে বড় সাবধানে মনোযোগ দাও। তোমার আমার অদৃষ্টে যাই হোক, আমার স্বামীকে বঁাচাইতে হইবে, দিবাকে বাঁচাইতে হইবে, শ্বশুরকে বাচাইতে হইবে। । \' * ‘” এই বলিয়া দেবী একটা শাক লইয়া ফু দিল। নিশি বলিল, “তবু ভাল।” দেবী বলিল, “ভাল কি মন্দ, বিবেচনা করিয়া দেখ। যাহা যাহা করিতে হইবে, । তোমাকে বলিয়া দিতেছি। তোমার উপর সব নির্ভর ” ; :
পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।